হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ সদরের চর বড়বিলা গ্রামের মোঃ এহসানুল হকের বাড়িতে কতিপয় সন্ত্রাসী গত ৭ ডিসেম্বর সকাল অনুমান ১০ টায় অতর্কিতে সশস্ত্রে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,লুটপাট চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করে ৫০ হাজার টাকা র ক্ষতিসাধন করেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দূর্বৃত্ত হামলাকারীরা হামলা কালে পিঠিয়ে নিরিহ বৃদ্ধ এহসানুল হকের