আমিনুল ইসলাম আপেল,স্টাফ রিপোর্টার: কাজল আরেফিন অমি’র হাউ সুইট এ রংপুরের মালু দেওয়ান ব্যাচেলর নাটকের নির্মাতা প্রতি ঈদেই বিশেষ কিছু নির্মাণ করে থাকেন। যা দেশ ও দেশের বাহিরে থাকা বাঙ্গালিরা চরম আগ্রহ নিয়ে দেখেন। তবে এবারের ঈদে একটু বিশাল চমক নিয়ে দর্শকদের জন্য হাজির হচ্ছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি।