কাজী নজরুল তুমি বিশ্বের কবিদের রবি, লাখো কবির হৃদয়ে অম্লান থাকবে তোমার ছবি। ঘুমন্ত জাতিকে জাগিয়েছো কবিতা-গানে, জেল,জুলুম ফাঁসীর ভয় ছিলোনা তব প্রাণে। জাতি ধর্ম বর্ণ দেশ কালের ভেদ ছিলনা তোমার মাঝে, তাইতো তোমায় বিশ্বের অনন্য কবিই সাজে। তোমার অগণিত লেখা কবিদের মাঝে রবে অনন্য, লাখো কবিদের ভক্তিতে তুমিই পেয়েছো