মানবাধিকারের বুননে জাগে অবিচ্ছিন্ন অধিকারবোধ, শান্তি, সমতা—প্রাণের গভীরে সঞ্চিত শাশ্বত সত্য, ন্যায্য স্থান, মর্যাদা, নিরাপত্তা—জন্মের অধিকার, অস্তিত্বের স্বীকৃতি, ভয়হীন স্বপ্ন, ক্ষুধার যন্ত্রণা নয়, অবিচারের শিকার নয়, মানবতার গভীর স্রোতে, অটুট প্রতিজ্ঞা, অস্তিত্বের নির্ভীক স্থান। অধিকার শব্দ নয়, আকাঙ্ক্ষা, শাশ্বত আকুলতা, সমতার নিবেদিত মন, প্রত্যেকের কণ্ঠস্বর সমান, শোষণের আঁধারে বাঁচার সন্ধান,