আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে শনিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর আমিনুল হক তারেক। এ সময় বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বুড়িমারী এক্সপ্রেস, হানিফ পরিবহন, শ্যামলী এন্টারপ্রাইজ এবং মামুন এন্টারপ্রাইজকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।