ডা: নূরল হক,বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মধ্যে দিয়ে চলাচলে দিনাজপুর- গোবিন্দগঞ্জ ব্যস্ততম আঞ্চলিক মহাসড়ক। এই সড়কে গণপরিবহনে যাত্রী উঠা নামার জন্য কোন নির্দিষ্ট স্থান নেই। ফলে ব্যস্ততম আঞ্চলিক মহাসড়কে গাড়ি পার্কিং ও রাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী ওঠা নামানোর সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।
দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে ঢাকা মোড়ে আঞ্চলিক মহাসড়কে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মধ্যে দূরপাল্লার যানবাহন বিরামপুর পৌর শহরের আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করছে এবং বাস টার্মিনাল হিসেবেও ব্যবহার করছে এই মহাসড়কটি । এতে নিত্য যানজটের কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচল যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে।
এবং প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের পাশে রয়েছে দুটি মহাবিদ্যালয়, স্কুল ,মাদ্রাসা, কিন্ডারগার্টেন স্কুল, উপজেলা পরিষদ, থানা , সহকারী পুলিশ সুপার অফিস ,শপিং মল এবং বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।
দিনাজপুর -গোবিন্দগঞ্জ ও বিরামপুর- মিঠাপুকুর মহাসড়কে বিরামপুর পৌর শহরের উপর দিয়ে নয়টি রুটে প্রতিদিন দূরপাল্লার অসংখ্য বাস -ট্রাক , মাইক্রোবাস, ভ্যান, সিএনজি, চার্জার অটোরিকশা, নাইট কোচ, মোটরবাইক চলাচল করছে। উত্তরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুরের সব ধরনের যানবাহন বিরামপুরের উপর দিয়ে দিন রাতের প্রায় ৫ শ থেকে ৬শ গাড়ি চলাচল করছে। নবাবগঞ্জ, ঘোড়াঘাট উপজেলার সাথে রেল যোগাযোগ না থাকায় ওই এলাকার রেল যাত্রীরা বিরামপুর স্টেশন থেকে শহরের মধ্য দিয়ে এই সড়ক পথে যাতায়াত করে।
ফলে দিনরাত সব সময় এই রাস্তায় যানবাহন চলাচলে ব্যস্ত থাকায় যানজট লেগেই থাকে। উপরন্ত কোন বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের দুপাশে ঢাকা দিনাজপুর কোচ কাউন্টার , মেইল বাস এবং বিআরটিসি বাসের কাউন্টার রয়েছে । ফলে আঞ্চলিক মহাসড়কটি টার্মিনাল হিসেবেই ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় রাস্তার উপরে নাইট কোচ, আঞ্চলিক চলাচলের যাত্রীবাহী বাস, মাইক্রোবাস দাঁড় করে যাত্রী উঠানামা করার কারণে প্রায় যানজটের সৃষ্টি হয়ে চলাচলের বিঘ্ন সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনার ঘটে।
দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বিরামপুর শহর অনেক দূর পিছিয়ে আছে । যোগাযোগের ক্ষেত্রে এবং জনগণের সুবিধার জন্য অনতিবিলম্বে বিরামপুর বাস টার্মিনাল নির্মাণ করা সময়ের দাবি বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছে।