এম.মাসুম আজাদ,ঝিনাইদহ প্রতিনিধি: ঔষধ প্রশাসন কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব  হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে কিছু অসাধু চক্র এখনো ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই ট্যাপেনটাডোল ট্যাবলেট এর  বাজারজাত অব্যাহত রেখেছে।

মাদকসেবিদের বিকল্প মাদক হিসাবে ব্যবহার শুরু হলেও বর্তমানে ট্যাপেনটাডোলেই আসক্ত হয়ে পড়েছে অনেকেই। বর্তমানের ঝিনাইদহের মাদকাসক্ত যুবকদের পছন্দের তালিকায়  এই

ট্যাপেনটাডোল ট্যাবলেট। যদিও ব্যথানাশক ট্যাপেনটাডোল ট্যাবলেট ‘ মাদকদ্রব্য হিসেবে ঘোষণা করেছে সরকার। মাদকসেবীরা এই ওষুধকে মাদকের বিকল্প হিসেবে ব্যবহার করায় একে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের তফসিলভুক্ত করে ৮ জুলাই২০২০ইং তারিখে গেজেট প্রকাশ করেছে সরকার।

সেখানে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবমতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সুপারিশের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ওই আইনে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে ট্যাপেনটাডোল’কে তফসিভুক্ত করা হলো।

দেশের বাজারে কেনা-বেচা উৎপাদন নিষিদ্ধ হলেও ঝিনাইদহের বেশ কিছু ফার্মেসীতে দেদার্সে বিক্রি হচ্ছে এই ট্যাপেনটাডোল ট্যাবলেট। জানা যায় অন্যান্য মাদকের তুলনায় এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের দাম কম হওয়াতে আর সহজে হাতের কাছে  পাওয়ার কারনে দিন দিন এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের চাহিদা বাড়ছে,যার কারনে ভয়াবহ দিকে ঝুকে পড়ছে ঝিনাইদহের এই মাদকের ব্যাবহারকারীরা।

ভারতের সীমান্ত পার হয়ে নিয়মিত ঝিনাইদহের বিভিন্ন ফার্মেসীতে আসছে, প্রকাশ্যে বিক্রি না করলেও আড়ালে নিয়মিত বেশি কিছু ফার্বমেসী এই মাদক বিক্রি করছে। প্রকৃত মূল্য ১৭ টাকা থেকে ২২ টাকা হলেও মাদকাসক্তদের কাছে বিক্রি করছে ২০০ টাকা থেতে ৩০০ টাকায়, অধিক লাভের কারনে এই ট্যাপেনটাডোল ট্যাবলেটের ব্যাবসায় জড়িয়ে পড়েছে অনেক ফার্মেসী। অনুসন্ধানে জানা যায় শহরের আরাপপুর,মর্ডান মোড়,ট-বাজারের ভেতরে,ক্যাসেল ব্রীজের পাশে, সাবেক এমপি অপুর বাড়ির আশেপাশেসহ বিভিন্ন স্থানের কিছু ফার্মেসীতে দেদার্সে বিক্রি হচ্ছে ট্যাপেনটাডোল ট্যাবলেট।

ঝিনাইদহ শহরের কিছু মাদকসেবিদের সাথে কথা বলে জানা যায় , ইয়াবা ও ফেন্সিডিল এর বিকল্প  হিসাবে তারা প্রথমে ট্যাপেনটাডোল ট্যাবলেট সেবন শুরু করে,পরবর্তীতে এটাতেই তারা আসক্ত হয়ে পড়েছে। যারা ইয়াবা মাদকে আসক্ত তারা  ট্যাপেনটাডোল ট্যাবলেট ইয়াবার মতোই ফয়েল পেপারে গলিয়ে সেবন করে,আর যারা ফেন্সিডিল মাদকে আসক্ত তারা বিভিন্ন কপ-সিরাপের সাথে  এটা মিশিয়ে বা সরাসরি সেবন করে। অনেকটাই একই রকমের নেশা হয় বলেও তারা জানিয়েছে।

ভারত সিমান্ত পার হয়ে, বাই রোডে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কর্মিদের মাধ্যমে ও দেশের বিভিন্ন স্থান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে  ঝিনাইদহের বাজারে সয়লাব হচ্ছে ট্যাপেনটাডোল ট্যাবলেট । প্রায় চুয়াডাঙ্গায় প্রশাসনের অভিযানে এই ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার হলেও ঝিনাইদহের ব্যবসায়ীরা ধরাছোঁয়ার বাইরেই রয়েছে।

স্থানীয়রা জানান, গোয়েন্দা নজরদারি বা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুর্বলতায় ট্যাপেনটাডোল ট্যাবলেটের মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মাদকের ব্যাপকতা রোধে অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে, দেশের যুবসমাজকে রক্ষা করতে, মাদক নিয়ন্ত্রণে আরো সোচ্চার হতে হবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

তেঁতুলিয়ায় তিরনইহাট বাজারে রাতের অন্ধকারে দুই দোকানে চুরি নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার ঘোড়াঘাটে পুলিশের টহল গাড়িতে ডাকাতির চেষ্টা ২ ডাকাত গ্রেফতার পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন রাজারহাটে উপজেলা আইনশৃংখলা ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত  ডোমারে আলীগের সা: সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল গ্রেফতার আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তানের পাশে চীন ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ও র‍্যালি অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে টাঙ্গন নদীর জমি থেকে বসতভিটা সরিয়ে নিতে নোটিশ তুরিন আফরোজকে নতুন মামলায় গ্রেপ্তার বিরামপুরে বাস টার্মিনাল ও বাইপাস সড়ক না থাকার বাড়ছে যানজট ঘটছে দুর্ঘটনা ইয়াবা,ফেন্সিডিল ও ট্যাপেনটাডোল ট্যাবলেটে ঝিনাইদহের বাজারে সয়লাব দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন দিনাজপুরের বিরামপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে দোকান ঘর বিধ্বস্ত বগুড়ায় নারী কেলেঙ্কারির ঘটনায় এলএসডির কর্মকর্তা বরখাস্ত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশেকে চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত জামায়াত,দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয় পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য জমিতে হালচাষের অভিযোগ জামায়াত নায়েবে আমির বলেছেন সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রক্ত চক্ষুকে পরোয়া করে না নীলফামারী শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার নির্বাচনে সভাপতি দানু সম্পাদক সুমন দিনাজপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ ১০জন আটক কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীর কটুক্তিকারী গ্রেফতার রংপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত উৎসব মূখর পরিবেশে শহীদ ধীরাজ-মিজান পাঠাগারের ভোটগ্রহণ সম্পন্ন মৌসুমি ধান রোপণের আশায় উত্তরের শ্রমিকদের ঢল সান্তাহারে আদমদীঘিতে প্রতারণা করে বোনদের সম্পত্তি লিখে নিল ভাই সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Translate Here »