ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে বিশ্বনবীকে কটুক্তিকারী হিন্দু সম্প্রদায়ের সোমবারু ৫৫ নামের এক ব্যক্তিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার ২৬এপ্রিল গ্রেফতারকৃত যুবককে আদালতে পাঠিয়ে ৫দিনের রিমান্ড আবেদন করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
বিশ্বনবীর কটুক্তিকারী সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু (৫০) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদরের ছাটমল্লিকবেগ বোতলারপাড় গ্রামের মৃত-রামকান্ত বর্মনের পুত্র।
জানা গেছে, শুক্রবার ২৫এপ্রিল দুপুরে কুড়িগ্রাম সদরের কাঠাল বাড়িহাটে বিশ্বনবীকে নিয়ে কটুক্তি মূলক ও আপত্তিকর মন্তব্য করে বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন সাধন চন্দ্র বর্মন ওরফে সোমবারু। এসময় সে কৌশলে পালিয়ে বাঁচলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধ্যার মধ্যে বিষয়টি জানাজানি হয়। ওইদিন রাতে সোমবারুর বাড়ির এলাকায় বিক্ষুব্ধ হয়ে উঠেন মুসলিম জনতা। খবর পেয়ে রাতেই ডিবি পুলিশ, রাজারহাট থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এসময় পুলিশ সোমবারুর বাড়িতে অভিযান পরিচালনা করলেও সে গা ঢাকা দেয়ায় তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ।
পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ, রাজারহাট থানা এবং মিঠাপুকুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কটুক্তিকারী সোমবারুকে রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করেন। এবিষয়ে শনিবার ২৬এপ্রিল কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী শিবরাম গ্রামের মৃত আবুল কাশেম এর পুত্র মজনুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ তছলিম উদ্দিন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বোতলারপাড় এলাকায় গভীর রাত পর্যন্ত পুলিশি টহল জোরদার রাখা হয়েছিল। সোমবারু গ্রেফতারের পর এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি বজলার রহমান সোমবারুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি মোঃ হাবিবুল্লাহ বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং সদর থানার পুলিশ সোমবারুর ৫দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেছেন।