মুক্ত কলম ডেক্সঃ বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কর ব্যবস্থার সংস্কার, বিনিময় হারে নমনীয়তা এবং আর্থিক খাতে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। আর্থিক সংস্কারের বিষয় বাংলাদেশ যেসব পদক্ষেপ নিয়েছে তা সঠিক পথে রয়েছে বলে জানায় সংস্থাটি।

চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় আইএমএফের কাছ থেকে বাংলাদেশ ২৩৯ কোটি ডলার কি‌স্তির বিষয়ে আলোচনা চলমান রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের সঙ্গে ঋণ কিস্তির বিষয় একটি সমঝোতা হতে পারে। তবে ঋণের অর্থ ছাড়ের বিষয়টি চূড়ান্ত হবে আগামী জুনে আইএমএফের বোর্ড সভায়, এমনটাই ইঙ্গিত দিয়েছে আন্তুর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আইএমএফ প্রতিনিধি দল ১২ দিন বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন। আইএমএফের সফরের নেতৃত্বে ছিলেন সংস্থার কর্মকর্তা ক্রিস পাপাজর্জিও। ৬ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এ সফরে আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক ও আর্থিক নীতিসংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হয়।

আইএমএফ বলছে, ২০২৫ অর্থবছরের প্রথমার্ধে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশ, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ৫.১ শতাংশ। ছাত্রজনতার আন্দোলনের কারণে অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে। বিনিয়োগও কমেছে। এর সঙ্গে মূল্যস্ফীতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। ২০২৪ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৭ শতাংশ, যা চলতি বছরের মার্চে কমে হয়েছে ৯ দশমিক ৪ শতাংশ হয়েছে। তবে তা এখনও বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রার (৫-৬ শতাংশ) অনেক বেশি। ক্রিস পাপাজর্জিও বিবৃতিতে বলেন, বহিরাগত অর্থসংকট মোকাবিলা ও মূল্যস্ফীতি কমাতে এখনই নীতিগত কড়াকড়ি প্রয়োজন। কর ব্যবস্থায় সংস্কার এনে রাজস্ব বাড়ানো ও ভর্তুকি-ভিত্তিক করছাড় কমানো জরুরি।

ক্রিস পাপাজর্জিও বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত অনেক কম। তাই রাজস্ব বাড়াতে একটি সহজ, স্বচ্ছ ও ন্যায্য করব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন, ঝুঁকিভিত্তিক তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এসময় এক প্রশ্নের উত্তরে ক্রিস বলেন, বাংলাদেশের রিজার্ভ ও বিনিময় হার স্থিতিশীল রয়েছে এবং রিজার্ভের পরিমাণ তাদের প্রত্যাশার চেয়ে বেশি।

মিশন প্রধান বলেন, বিনিময় হার আরও নমনীয় হলে মূল্য প্রতিযোগিতা বজায় থাকবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন হবে এবং বাহ্যিক ধাক্কাগুলোর বিরুদ্ধে অর্থনীতির স্থিতিশীলতা বাড়বে।

এ সফরে আইএমএফের দলটি অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধিদল আশা প্রকাশ করেছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি হতে পারে। এর মাধ্যমে ঋণ কর্মসূচির তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা সম্পন্ন হবে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হয়। এরপর তিনটি কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। আইএমএফের কাছ থেকে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি। একই বছ‌রের ডিসেম্বরে পেয়েছে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার। আর ২০২৪ এর জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার পেয়েছে। তিন কিস্তিতে প্রায় ২৩১ কোটি ডলার পায় বাংলাদেশ। ঋণের অর্থছাড় বাকি আছে ২৩৯ কোটি ডলার। বিপত্তি দেখা দেয় চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে। যদিও সরকার আশা করছে আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

দিনাজপুরে বিসিআইসির পরিচালক যুগ্মসচিব ও নির্বাহী অফিসারের বাফার (সার) গোডাউন পরিদর্শন পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্সে মৃত্যুরদাবির চেক প্রদান ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার সংস্থার বিক্ষোভ মিছিল বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জে আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত অন্তত ১৪৮ জন ঠাকুরগাঁওয়ে রাজস্ব ফাঁকি দিতে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলা-বরিশাল সেতুর জন্য জেলাবাসীর দ্রুত বাস্তবায়নে দাবী  পরিবহনে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা সুইচ গিয়ারসহ ১ ছিনতাইকারী আটক চরফ্যাসনের আওমী ফ্যসিবাদী লুটপাটের স্টেডিয়াম বাতিল বগুড়ায় পুলিশের উপর হামলা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত  বিরামপুরে  ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজপুরে এক রাতেই গাইবান্ধা সদর-২ আসনের সাবেক এমপিসহ ৭০ জনকে ডেভিলহান্ট অপারেশনে আটক বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করে? কী কী রপ্তানি করে? কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধ, ২০ বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে গভীর রাতে আগুন সাভারে পৃথক ঘটনায় সাতজন কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
Translate Here »