রুবেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাজস্ব ফাঁকি দিতে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমম্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক আজমির শরীফ মারজীর নেতৃত্বে একটি দল বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে এ তথ্য পেয়েছে।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে ৩৩ লাখ টাকার বায়নানামা রেজিস্ট্রি দলিল করে চূড়ান্ত রেজিস্ট্রি করা হয়েছে ১৬ লাখ টাকায়। যার ফলে ১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে। আজমির শরীফ মারজী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি ও ঘুষ দাবিসহ নানান অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে অফিসে বায়নানামা দলিল ও কবলা দলিল সম্পাদনে বেশ কিছু অনিয়ম আমাদের কাছে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়‌ এবং নথিপত্রগুলো সংগ্রহ হয়। নকল পেতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে সেবাগ্রহীতারা আমাদের কাছে অভিযোগ করেছেন এবং অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। প্রথমে ৩৩ লাখ বায়নানামা দলিল করে পরে ২৮ লাখ টাকা একই দলিল যখন রেজিস্ট্রি করা হয় তখন ১৬ লাখ টাকা মূল্য দেখানো হয়। যা সরকারকে ১ লাখ ২৭ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত করেছে।

তিনি আরও বলেন, সেবা গ্রহণ কার্যক্রম হয়রানি মুক্ত করার লক্ষ্যে অফিসের প্রধান ফটকের সামনে সরকারি ফি সংক্রান্ত তালিকা টাঙানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে কমিশনার বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে। দুদকের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সেবাগ্রহীতারা। সেই সঙ্গে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক জানান, নতুন সাব-রেজিস্ট্রার আসার পর থেকে আমাদের সংসার চালানোই কঠিন হয়ে গেছে। এই সাব-রেজিস্ট্রার মোটা অংকের ঘুষ ছাড়া বণ্টননামা এবং অছিয়তনামার দলিল স্বাক্ষর করেন না।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার মাজেদ বলেন, এই অফিসগুলোতে টাকা ছাড়া কোনো কাজ হয় না। টাকা দিলে কাজ হয়, না হলে ওইভাবে থেকে যায়। দুদক যদি এমন অভিযান সপ্তাহে একবার করে পরিচালনা করে তাহলে আমরা সবাই উপকৃত হবো। খোকন নামে আরেক বাসিন্দা বলেন, সাব-রেজিস্ট্রারের অফিসে দলিলের যে মূল্য নির্ধারণ করা থাকে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। খরচ অনুযায়ী টাকার ভাউচারও সঠিকভাবে পাওয়া যায় না। তাই অফিসগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।

বালিয়াডাঙ্গী উপজেলা সাব-রেজিস্ট্রার মনিশা রায় মুঠোফোনে বলেন, আমি ছুটিতে থাকায় কিছু বলতে পারছি না। তবে দুদক যে দলিলের বিষয়ে অভিযোগ করেছে সেই দলিলগুলো খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

দিনাজপুরে বিসিআইসির পরিচালক যুগ্মসচিব ও নির্বাহী অফিসারের বাফার (সার) গোডাউন পরিদর্শন পার্বতীপুরে সন্ধানী লাইফ ইনসুরেন্সে মৃত্যুরদাবির চেক প্রদান ফিলিস্তিনি মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার সংস্থার বিক্ষোভ মিছিল বাংলাদেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জে আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই কঙ্গোতে আগুন লেগে নৌকাডুবি, নিহত অন্তত ১৪৮ জন ঠাকুরগাঁওয়ে রাজস্ব ফাঁকি দিতে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ভোলা-বরিশাল সেতুর জন্য জেলাবাসীর দ্রুত বাস্তবায়নে দাবী  পরিবহনে তল্লাশির সময় যাত্রীবেশে থাকা সুইচ গিয়ারসহ ১ ছিনতাইকারী আটক চরফ্যাসনের আওমী ফ্যসিবাদী লুটপাটের স্টেডিয়াম বাতিল বগুড়ায় পুলিশের উপর হামলা: কিশোর গ্যাংয়ের ৪ জন গ্রেপ্তার সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত  বিরামপুরে  ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজপুরে এক রাতেই গাইবান্ধা সদর-২ আসনের সাবেক এমপিসহ ৭০ জনকে ডেভিলহান্ট অপারেশনে আটক বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করে? কী কী রপ্তানি করে? কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধ, ২০ বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে গভীর রাতে আগুন সাভারে পৃথক ঘটনায় সাতজন কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
Translate Here »