আমিনুল ইসলাম আপেল স্টাফ রিপোর্টার: কারিগরি ছাত্র আন্দেলন কতৃক উত্থাপিত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল সহ ৬ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে (১৮ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা নগরীর জুম্মপাড়াস্থ পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে এসে শেষ হয়। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা বলেন, সতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা’ ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন এবং উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।