হানিফুর আলী,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এবার পার্শ্ববর্তী উপজেলা রানীশংকৈলের চেকপোস্ট বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হরিপুর উপজেলায় জমিজমাকে কেন্দ্র করে রানীশংকৈল উপজেলার চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি থাকাকালীন সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া চেকপোস্ট বাজারের বেশ কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে।

রাত দেড়টার দিকে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে চেকপোস্ট এলাকায় দুই পক্ষ মারমুখী অবস্থান নিয়েছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এখানকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা বাড়ি থেকে বের হতেই ভয় পাচ্ছি। কখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগে এবং এতে কার যে কি অবস্থা হয় বলা যাচ্ছে না। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে প্রস্তুত হয়ে আছে। প্রশাসনের লোকজন তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রশাসন থেকে ১৪৪ ধারা জারির পরও কেউ তোয়াক্কা করছে না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে হরিপুর উপজেলার মরাধার গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে পাশের আটঘরিয়া গ্রামের মাহাতাবের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত বছরের আগস্টে সরকার পতনের পর ইয়াসিন লোকবল নিয়ে ওই জমি দখলে নেন। গত শুক্রবার দুপুরে মাহতাব ও তার লোকজন সেই জমি উদ্ধারে সেখানে যান।

এ সময় ইয়াসিনের লোকজনের সঙ্গে তারা সংঘর্ষে জড়ান। এ সংঘর্ষে এলাকার বাড়িতে বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় প্রায় ২০টি বসতঘরে আগুন দেওয়া হয়। হামলায় উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার ও সীমান্তবর্তী চেকপোস্ট বাজারসহ আশপাশের এলাকায় রোববার (১৩ এপ্রিল) দুপুরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করে? কী কী রপ্তানি করে? কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধ, ২০ বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে গভীর রাতে আগুন সাভারে পৃথক ঘটনায় সাতজন কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হরিপুরে জমি-জমা বিরোধের জেরে বাড়ি ঘরে আগুন ও সম্পদ লুটপাট পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত ঠাকুরগাঁও সুপার শপ স্বপ্নকে জরিমানা আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন সাভারে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া তিন ট্রলার উদ্ধার বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু
Translate Here »