জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুরে প্রতি বছরের মতো এবারেও শতবছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও ধর্মীয় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে উত্তর গোপালপুর শিবদূর্গা মন্দির সম্মুখ প্রাঙ্গণে।
শিবদূর্গা মন্দির কমিটির সভাপতি অজিত অধিকারী, সহ-সভাপতি নির্মল কুমার রায়, সাধারণ সম্পাদক আপন রায়, চড়ক পূজা উদযাপন উপ-কমিটির সদস্য সচিব মিহির কুমার রায় জানান কালী, মনসা, শিতলা মাতা ও বুড়ি মাতাকে সন্তুষ্টি করতে এই চড়ক পূজা শত বছর ধরে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। এই চড়ক পূজা ব্রিটিশ আমলে কলা পাড়ায় হতো। সেখানে জায়গা না থাকায় বর্তমানে এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজাকে কেন্দ্র করে ধর্মীয় গ্রামীণ মেলা বসে।
এই মেলায় জেলা উপজেলা হতে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। তারা আরোও জানায়, নারোদ চন্দ্র রায় এবার ধর্মীয় আলোকে পিঠে ঠাকুরের আশির্বাদে বর্ষি গেঁথে চরকীতে জোরে জোরে ঘুরতে থাকে। এসময় তা দেখে ভক্তবৃন্দ যে কোনো বিষয়ে মানত করলে ঠাকুর তা পূরণ করে। এ ধরনের প্রচার এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে রয়েছে।
এসময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আজগার আলী, উপদেষ্টা ননী গোপাল রায়, মহিন্দ্র রায়, ভূবন রায়, পরিতোষ রায়, ভোজন রায়, বিধান রায়সহ দূর দূরান্ত থেকে আগত নর-নারী চড়ক ঘুরার পূজা উপভোগ করে।