হরিপুর,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১নং গেদুরা ইউনিয়নের আটঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের জমি নিয়ে বিরোধ চলে আসছিল,একপক্ষ হলো, মো,ইয়াশিন মৃত ওসমান চান্দী বেলডাঙ্গী,মো,আলতাফ পিতাঃ মৃত সুলতান মারাধার আর একপক্ষ হলো, মো,মাহাতাব আলী পিতাঃ মৃত ওসমান আলী গং, গ্রাম আটঘরিয়া।

জমির ঘটনার বিবরণ, রেকর্ড মুলে ওয়ারিশ ও দলিল মুলে মালিক মাহাতাব গং,দাগ নং ৮১৭২ খতিয়ান, সিএ ৩৩ এস এ,৩৭। জমির পরিমাণ ১.৩৮, ইয়াশিন ও মজিবর ক্রয় সুত্রে দাবী করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে, এক পর্যায়ে কোর্টে ২০০৮ মামলা উভয় পক্ষই মামলা ভুক্ত হয়। পরবর্তীতে দুইটা রায় মো,মাহাতাব অনুকূলে হয়। এরপর দীর্ঘদিন ধরে উভয় পক্ষের বিরোধ চলে আসছিল। আওয়ামীলীগ সরকার পতনের পর ইয়াশিন ও মজিবর পক্ষ জমি দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। গত ১১-৪-২০২৫ ইং তারিখে সকাল ১১.৩০, মিনিটে জমি দখলে করে ভুট্টা ক্ষেত লাগানো শুরু করে। একপর্যায়ে শত শত মানুষ মাহাতাব গং ও আটঘরিয়া গ্রামে বাড়িতে আগুন সংযোগ লুটপাট শুরু করে। আটঘরিয়া গ্রামে ১৯ টা বাড়িতে আগুন ও ১ টি দোকান ঘর।

গরু -১০৫ টা, ছাগল প্রায় ৮০ টা। সোনা গয়না ২০ ভরি,নগদ ৩০ লক্ষ টাকা নিয়ে যায়। এ-সময় মাহাতাব গং ও গ্রামের কয়েকজন মানুষ গুরুত্বর আহত হয়। তাদেরকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে,মো, নুরুল ইসলাম (জোরুয়া) পিতাঃ দবির উদ্দিন, ও হরিপুর, হাসপাতালে ভর্তি হয় মো, মোজাফফর পিতাঃ প সমির উদ্দিন, মো মজিবর পিতা সলেমান মো,আলী পিতা,ভটা মোহাম্মদ।

উভয় পক্ষের মধ্যে আরে সংঘর্ষের সম্ভবনাময় হওয়ায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করে , উক্ত এলাকায় জনসমাগম অস্ত্র বহন, জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে। তারপরও ১২-৪-২০২৫ তারিখে সন্ধায় একটি দূর্বৃত্তের দল ১ বাড়িতে আগুন ও চারটি গরু নিয়ে পালিয়ে যায়। পথিমধ্যে জনতা আটক করে গরু গুলো উদ্ধার করে। ১৩-৪-২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো, ফয়সাল আমিন ও সাবেক জামাতে ইসলামী আমীর নেতা আবদুল হাকিম ঘটনা স্থল পরিদর্শন করে আটঘরিয়া গ্রামের জনসাধারণ ও উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানান।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
আরও পড়ুন
 

শিরোনাম :

যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ড. ইউনূস চিরিরবন্দরে সাব রেজিষ্ট্রি অফিসে দুদকের অভিযানে অফিস সহকারিকে সাময়িক বরখাস্ত  বিরামপুরে  ইউএনওর সামনেই ৩ কর্মচারীকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা দিনাজপুরে এক রাতেই গাইবান্ধা সদর-২ আসনের সাবেক এমপিসহ ৭০ জনকে ডেভিলহান্ট অপারেশনে আটক বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কী কী পণ্য আমদানি করে? কী কী রপ্তানি করে? কুড়িগ্রামের বড়াইবাড়ী যুদ্ধ, ২০ বছর আগের যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দামের বাড়িতে গভীর রাতে আগুন সাভারে পৃথক ঘটনায় সাতজন কে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হলো? গাইবান্ধা-২ সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর দিনাজপুরে গ্রেফতার দাগনভূঞায় বিএনপির দুইপক্ষের বাজার ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর চৈত্র সংক্রান্তি উপলক্ষে উত্তর গোপালপুরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত বগুড়ায় পৃথক মামলায় আইনজীবী ও বিএনপি নেতা গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হরিপুরে জমি-জমা বিরোধের জেরে বাড়ি ঘরে আগুন ও সম্পদ লুটপাট পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত ঠাকুরগাঁও সুপার শপ স্বপ্নকে জরিমানা আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন
Translate Here »