রফিকুল ইসলাম জিলু,ব্যুরো ঢাকা: সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার ঘটনায় মামলা হয়েছে। মামলা পর থেকে পলাতক রয়েছে শারমিন শিলা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বুধবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,সাভারের আশুলিয়া বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করতেন। শারমিন শিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত। সে তার ছেলে মেয়ে কে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করতেন। সেসব ভিডিওতে দেখা যায়, ছেলে মেয়ে সঙ্গে মাতৃ সুলভ আচরণ না করে মানসিকভাবে নির্যাতন ও ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন কাজ করতে বাধ্য করতেন শারমিন শিলা।

সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান ঢাকা পোস্টকে বলেন, শারমিন শিলা তার বাচ্চাদের নিয়ে যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন। এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শিশু আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি বলে জানান তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর থেকেই শারমিন শিলা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

উল্লেখ্য,গত ৩০ মার্চ নিজের ফেইসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা। যা পরবর্তীতে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে ধরে হা করিয়ে জোর করে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছে। এছাড়াও, সে তারা ছেলে ও মেয়ে শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছেন।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসবমূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত  দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও হরিপুরে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হরিপুরে জমি-জমা বিরোধের জেরে বাড়ি ঘরে আগুন ও সম্পদ লুটপাট পার্বতীপুরে বাংলা নববর্ষ ভিন্ন রঙে উদযাপিত ঠাকুরগাঁও সুপার শপ স্বপ্নকে জরিমানা আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন সাভারে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া তিন ট্রলার উদ্ধার বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Translate Here »