মনসুর আহাম্মেদ, ঠকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মিলন অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। মিলনকে হত্যা করে মুক্তিপণ আদায়ের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত বলে জানিয়েছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবিউল ইসলাম।নবিউল ইসলাম জানান, প্রথমে জানা গেছে অপহরণের তিনদিন পর মিলনকে হত্যা করে ঘাতক চক্রটি।

তবে রিমান্ডে উঠে আসে ঘটনার মূল রহস্য। মিলনকে অপহরণ করে হত্যা করা ও লাশ গুম করে মুক্তিপণ আদায়ের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। অপহরণের প্রায় ৬ মাস আগে থেকে মিলন ও তার পরিবারকে নিয়মিত ওয়াচ করেছিল ঘাতক সেজান। ঘটনার আগে হত্যার জন্যে কসটেপ ও মাফলার কেনা ছিল, লাশ নিয়ে যাওয়ার রুট ও বিকল্প রুটসহ লাশ গুম করার পরিকল্পনা তাদের সাজানোই ছিল।

মামলার লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে তিনি আরও জানান, মিলনকে অপহরণের সঙ্গে সঙ্গেই হত্যা করা হয়। মাফলারের সাহায্যে ২ থেকে ৩ মিনিটেই শ্বাসরোধ করে মিলনকে হত্যা করে সেজান ও মুরাদ। শুধু তাই নয়, হত্যার পরে মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ঘুরেছে তারা। তবে এ ঘটনায় প্রথমে ৩ লাখের টার্গেট থাকলেও পরে ৩০ লাখ নেয়ার পরিকল্পনা করে চক্রটি। একটা পর্যায়ে গিয়ে মিলনের পরিবারের সঙ্গে ২৫ লাখ বিনিময়ে সম্মত হয়।

জানা গেছে, সাধারণত কলেজ পড়ুয়া ছাত্ররাই সেজানের অপহরণকারী চক্রের মূল টার্গেটে থাকতো। এসব উঠতি বয়সী ছেলেদের ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ডেকে নিয়ে প্রথমে ধর্ষণ ও অপহরণ করে মুক্তিপণের টাকার বিনিময়ে ছেড়ে দিতো চক্রটি। প্রথমে শুধু সমকামী যুবকদের জন্যে ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ডেকে নিয়ে ধর্ষণ করে ছিনতাই ও স্বল্প পরিমাণ অর্থ চাঁদা বা মুক্তিপণ নিতো সেজান ও মুরাদ। একটা সময় তারা ফেসবুক প্রেমের ফাঁদের চক্রে নারীদের মাধ্যমেও উঠতি বয়সি যুবকদের আকৃষ্ট করতে থাকে।

এভাবেই আস্তে আস্তে এই অপরাধ জগতে জড়িয়ে পড়ে সেজানরা। শুরুর দিকে প্রতিটি অপহরণের ঘটনায় এক-দুই হাজার উপার্জন হলেও, আস্তে আস্তে তারা লাখ টাকা লেনদেনে অভ্যস্ত হতে থাকে। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, মিলনকে অপহরণের ঘটনায় পাওয়া মুক্তিপণের ২৫ লাখ টাকাই সেজানের অপরাধ জীবনের সবচাইতে বড় দানই ছিল। এর আগে ছোট বড় প্রায় ১০/১২টি অপহরণ ধর্ষণের ঘটনার মূল পরিকল্পনাকারী এই সেজান। এসব ঘটনায় সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিয়েছে সেজানরা।

তবে এর আগে কখনই ২৫ লাখের মতো এতবড় পরিমাণ মুক্তিপণের অর্থ পায়নি বা দাবিও করেনি এই অপহরণকারী সেজান। এর আগে কখনও অপহরণ করতে গিয়ে কোনো হত্যাকাণ্ডের ঘটনাও ঘটাতে হয়নি।ঠাকুরগাঁও ডিবি পুলিশের সূত্রে আরও জানা যায়, মিলনকে হত্যার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অপরাধে গ্রেফতার হয়েছেন ঘটনার প্রধান আসামি ঠাকুরগাঁও মহেশপুর বিটবাজার এলাকার মতিউর রহমানের ছেলে সেজান আলী (২৩) ও আরাজি পাইক পাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫)। সেইসঙ্গে ফেসবুকে প্রেমের ফাঁদে সহায়তা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন সালন্দর ইউনিয়নের শাহীনগর তেলিপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ও আসামি মুরাদের ভাগ্নি রত্না আক্তার রিভা (১৯)। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সহায়তা করার অপরাধে আকচা এলাকার ইলিয়াসের ছেলে মনিরুল(১৭)।

এছাড়াও আলামত গুম করতে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার হয়েছে সেজান আলীর মা শিউলি বেগম।এই বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, মিলন হত্যাকাণ্ডের ঘটনায় আমরা এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছি। সেইসঙ্গে ৪ লাখ ৯২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি টাকা উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে।

এদিকে চাঞ্চল্যকর মিলন হত্যার ঘটনার, বাদী পক্ষের অ্যাডভোকেট, শাহরিয়ার ইবনে মোস্তফা শুভ জানান, মিলনের পরিবারের যেন ন্যায় বিচার পায়। আইনি যে লড়াই আছে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে, যাতে করে মিলন হত্যার যে সর্বোচ্চ শাস্তি আছে আমরা চেষ্টা চালিয়ে যাবো। আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় যে সংবাদ গুলো দেখেছেন এবং জেনেছেন এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এবং ধন্যবাদ জানাই ঠাকুরগাঁও পুলিশ সুপার এবং ডিবি পুলিশ যিনারা এই ঘটনাটি তদন্ত করে সঠিক আসামীকে খুঁজে বের করেছেন। আশা করি মিলনের পরিবার নেয় এবং সঠিক বিচার পাবে।

এই বিষয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন মিডিয়ায় কর্মীরা রয়েছেন, তারা সহযোগিতা করেছেন, এই মামলা শেষ পর্যন্ত এবং মিলনের পরিবার, সঠিক বিচার পায,আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

আদমদীঘিতে পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার দিনাজপুর অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ নারী আটক-১ দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক এর মত বিনিময় জামালপুরের মেলান্দহে মেলা শুরুর আগেই প্রকাশ্যে চলছে মাদকসেবন ও বিক্রি তাহিরপুর বাদাঘাট বাজারের পরিবেশ রক্ষায় ডাস্টবিন কার্যক্রমের উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের অবামূল্যায়ন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন আগুনে পুড়ল চারুকলায় ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতি দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ গাজায় বর্বর হামলা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন সাভারে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে লুট হওয়া তিন ট্রলার উদ্ধার বিরামপুরে অনিয়ন্ত্রিত অটোরিকশা মোটরবাইক ঘটছে দুর্ঘটনা মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পার্বতীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন খনসামায় যুবকদের মাঝে খেলার উপকরণ সামগ্রী বিতরণ খানসামায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করণ সভা ইসরায়েলি পণ্যের তালিকা,পণ্য বর্জন করুন রাফাহ – যে শহরের আর কেউ নেই নওগাঁর সাপাহারে গাজাবাসীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত
Translate Here »