হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ১৬ মার্চ ২৫ খ্রীঃ আনুমানিক ৩ টা ৩০ মিনিটে রাহবার হিমাগার প্রাঃ লিঃ ইউনিট-৩ বকুলতলা, বোচাগঞ্জ, দিনাজপুর এর গেট ম্যানকে মারধর করে জোরপূর্বক ভিতরে প্রবেশ করে মেইন গেটের বড় তালা ভাঙ্গে এবং বাইরে অবস্থানরত সকল আলুর গাড়ি জোরপূর্বক ভিতরে অনুপ্রবেশ করায় কিছু এলাকার পরিচিত সন্ত্রসী যা হিমাগারের আলু সংরক্ষণ ধারন ক্ষমতার বাইরে। অভিযোগে জানাজায় ঐ সন্ত্রসী কিছু কৃষকের কাছে টাকা নেয় হিমাগারে আলু সংরক্ষণ করে দেওয়ার নাম করে অত্র এলাকার কিছু কৃষক মুক্ত কলমকে জানান তাঁরা নিজে থেকে টাকার বিনিময় এমন ঘটনার জন্ম দেয় এতে অত্র প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন হয় বলে মালিক পক্ষ জানান।

রাহবার হিমাগারের পরিচালক গনী মোঃ সুলতান হাসান ইমরোজ মুক্ত কলম প্রতিনিধিকে জানান এবার আশার চেয়েও অধিক পরিমানে আলু চাষ হওয়ায় আমি সিদ্ধান্ত নেই অগ্রিম টোকেন না নেওয়ার যাতে প্রান্তিক আলু চাষিসহ সকলে অগ্রাধীকার ভিত্তিতে তাঁদের কষ্টে অর্জিত আলু আমার হিমাগারে রাখার সুযোগ পায় অনেক দিন ধরে অত্র এলাকায় সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি।

এমন বিশৃঙ্খলা পরিস্থিতিতে বর্ণিত সন্ত্রসীরাসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জন আমার অফিসের সামনে এসে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে অফিসের থাই জানালার গ্লাস ভাঙ্গে প্রায় ২,০০,০০০ টাকা মূল্যের ক্ষতি সাধন করে। অফিসের স্টাফরা বাধা দিলে সন্ত্রসীরা তাঁদের মারধর করে এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। তাঁরা লাঠিসোটা ইট পাটকেল ও দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে অফিসের হামলা চালাইয়ে থাইগ্লাস, চেয়ার,টেবিল, প্রধান ফটকসহ ব্যপক ভাঙচুর করে এই মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ বোচাগঞ্জ, দিনাজপুর বিষয় অভিযোগে ঘটনাস্থলে আসলে তাৎক্ষনিক সন্ত্রসীরা পালিয়ে যায়।
রাহবার হিমাগারের পক্ষে ম্যানেজার শাহজাহান সিরাজ থানায় হাজির হয়ে সন্ত্রসীদের নামে অভিযোগ পত্র দায়ের করে অভিযুক্তরা হলোঃ – ১। গোলাম রব্বানী (৪২), পিতা- আব্দুল মালেক, গ্রাম- রামপুর, ২। লুৎফর রহমান (৪৬), পিতা- মৃত আব্দুল রাজ্জাক, সাং- ভরলা, ৩। আতিকুর রহমান (৩৩), পিতা- আসরাফুল ইসলাম, ৪। রেজু (৩৫), পিতা- আসরাফুল ইসলাম, ৫। আব্দুল মালেক (৬৫), পিতা- মৃত তছির উদ্দীন, সাং- রামপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুরসহ আরো অজ্ঞাতনামা ৪০/৪৫ জনের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ পত্র অফিসার ইনর্চাজের বরাবর দরকাস্ত জমাদেন গত ১৬/০৩/২০২৫ ইং এমতাবস্থায় সন্ত্রসীরা সেখানেই অবস্থান করে এবং হিমাগার নিয়ন্ত্রনে নেয় যার কারণে গত ১৬/০৩/২০২৫ ইং তারিখে বোচাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি।

উক্ত হিমাগারে প্রায় ১৫,০০০ কৃষকের প্রায় ২০ কোটি টাকা মূল্যের আলুর বস্তা মজুত রয়েছে। হিমাগারের আলুগুলো ভলো রাখার স্বার্থ্যে হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি চালানো প্রয়োজন। এমতাবস্থায় হিমাগারের কর্মীদের সেখানে অবস্থান না করতে দেওয়ায় এবং হিমাগার কুলিং মেসিন ও মেশিনারি না চালালে হিমাগারে থাকা ২০ কোটি টাকা মূল্যের আলু পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের মালিক। তিনি বলেন আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এই মর্মে সন্ত্রসীদের আইনের আওতায় এনে হিমাগারের নিয়ন্ত্রন হিমাগারের মালিক ও স্টাফদের নিরাপত্তা আনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

মোঃ মারুফ হাসান, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুক্ত কলমকে জানান বিষয়টি আমার জানা ছিলোনা তিনি ঘটে যাওয়া ঘটনা জানার সাথে সাথে বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জকে মুঠো ফোনে কল দিয়ে বিস্তারিত শুনেন এবং হিমাগার কতৃপক্ষকে জানান আমি বিষয়টি দেখছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। তিনি বলেন আমার জানামতে প্রতিষ্ঠানটি সুনামের সাথে তাঁদের ব্যবসা পরিচালনা করে আসছে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরও জানান আমার থানায় এই ধরণের সন্ত্রসী কার্যকলাপের স্থান নেই। এবং তিনি বলেন যেকোন সমস্যায় আপনারা সরাসরি আমাকে অবহিত করবেন। এই সংবাদটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাজায়।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পার্বতীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন খনসামায় যুবকদের মাঝে খেলার উপকরণ সামগ্রী বিতরণ খানসামায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করণ সভা ইসরায়েলি পণ্যের তালিকা,পণ্য বর্জন করুন রাফাহ – যে শহরের আর কেউ নেই নওগাঁর সাপাহারে গাজাবাসীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্টএর মাননীয় বিচারপতি কান্তজীউ মন্দির পরিদর্শন খানসামা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কাহারোলে ডিলারের বিরুদ্ধে সার পাচার করার অভিযোগ দিনাজপুরে জেলা কারাগারের কারাবন্দীদের ঈদ-উল-ফিতর উদ্যাপন বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ চারজন আহত দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার তাহিরপুরে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে অলংকার ছিনতাই এর অভিযোগ রংপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা বান্দরবান ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নিচে সরকারি ও বেসরকারি হোটেল ও রিসোর্টের তালিকা মুন্সীগঞ্জে কার্টুনে মিলল হাত-পা বিচ্ছিন্ন মরদেহ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থলে পুকুর খনন,দেশীয় মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত 
Translate Here »