চাঁদ দেখে এলো রমজান
রোজা রাখার ধুম,
ছদকা জা’নের দিতে হবে
চোখে নেই ঘুম।
নিয়ম মাফিক খানা পিনা
শেষ রাত আর সন্ধায়,
সারাদিনটা অনাহারে
আল্লা্হর আরাধনায়।
ইফতারী সব সামনে রেখে
অপেক্ষা যে আযানের,
মনটা সবে শুদ্ধ করি
রোজা হবে ভাই জাহানের।
ত্যাগের মাঝে রোজা আছে
আত্মা করি অমলিন,
আল্লাহর কাছে প্রার্থনা করি
মওকুফ হবে সব ঋণ।