মীরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘিতে ১০০ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার বেলা ১২ টায় গ্রেপ্তারের পর দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার সুমন পাহান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিশ্বনাথপুর হিন্দুপাড়া এলাকার সষ্টি পাহানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলার শিবপুর গ্রামের শরিফ এগ্রো ফার্মের সামনে নওগাঁ-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।
এসময় সুমন পাহান নামে যাত্রীবেশে থাকা এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এরপর তাকে তল্লাশি করে উক্ত পরিমাণ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।