গোলাম রব্বানী,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে (বুধবার ১২ মার্চ/২৫ ইং) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) হরিপুর উপজেলা শাখার সভাপতি মো,জামাল উদ্দিন ও আবু তাহের সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, মো. রায়হানুল হক মিঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, হরিপুর থানা অফিসার ইনচার্জ পক্ষে তদন্ত অফিসার মো,শরিফুল ইসলাম, সরকারি বে-সরকারি অফিসের অফিস প্রধানগণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আরও উপস্থিত ছিলেন বিজিবির কোম্পানি কমান্ডার, আইন শৃঙ্খলা কমিটির সদস্যগণ ।
উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় চিকিৎসা, চোরাচালান, মাদক দ্রব্য, রাসায়নিক সার, চুরি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।
৪নং ইউপির চেয়ারম্যান আহসান হাবীব বলেন, বর্তমানে হরিপুর উপজেলায় চোরের উপদ্রব বেড়েছে সংকট রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে ও পুলিশ বাহিনী শক্ত হাতে দমন করার জন্য আবেদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।