হুমায়ুন কবির স্টাফ রিপোর্টার:” নারী অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে।৯ মার্চ (রবিবার) সকালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলার হাট ইউনিয়নের উত্তর বোয়ালিয়া গ্ৰাম থেকে একটি র্যালি বের হয়ে ঢোলার হাট বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে নারী ও শিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে ২১নং ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার মারুফা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের রিয়্যাক্টস-ইন প্রকল্পের প্রকল্প অফিসার সায়েদ আহাম্মেদ বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে নারীর অধিকার, লিঙ্গ সমতা, সহিংসতা প্রতিরোধ ও নারীর সার্বিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বব্যাপী নারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে সম্মান জানানোর পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে।