পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে দক্ষ সেচ ব্যবস্থা বাস্তবায়নে স্কিমভুক্ত কৃষকদের নিয়ে পানি ব্যবহারকারী গ্রুপ গঠনের লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সহকারী প্রকৌশলী, বিএডিসি দিনাজপুর জোন (নির্মাণ) এর আয়োজনে তালপুকুর উচ্চ বিদ্যালয় মাঠ ও ভিয়াইল বড়গাছা মৃনাল রায় এর উঠানে পৃথকভাবে দক্ষ সেচ ব্যবস্থাপণার লক্ষে পানি ব্যবহারকারী গ্রুপের এ কমিউনিটি সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জোন (নির্মাণ), (ক্ষুদ্র সেচ) সহকারী প্রকৌশলী বিএডিসি মোঃ সামিউল পারভেজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ সহকারী প্রকৌশলী বিএডিসি পার্বর্তীপুর উপজেলা (সওকা) ইউনিট বিএডিসি কর্মকর্তা মোসাঃ মাহামুদা খাতুন, টেকনিশিয়ান বিএডিসি দিনাজপুরের রাজু।
প্রধান অতিথির বক্তব্যে সামিউল পারভেজ ধান ক্ষেতে একটি ছিদ্রযুক্ত পাইপ বসিয়ে মাটির পানির স্তর পর্যবেক্ষণ করে সেচ দেওয়াই হলো এডাব্লিউডি পদ্ধতি। এ পদ্ধতিতে সেচ প্রদাণ করলে ২০-২৫ ভাগ পানি সাশ্রয় হয়।
সভায় বক্তারা স্কিমভুক্ত কৃষকদের সেচ নিয়ন্ত্রণ পাইপের মাধ্যমে পানি সেচ সাশ্রয় করতে উৎসাহিত করেন এবং মাঠপর্যায়ে এ পদ্ধতির সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্দেশনা দেন।
এসময় তালপুকুর ব্লকের গহেশ চন্দ্র রায়, হৃষিকেশ রায়, তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায় ও ভিয়াইল ব্লকের মৃনাল রায়সহ সেচ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।