হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের জীবনপুর গ্রামের মৃত,হাসেন আলী পুত্র মো. রুহল আমিন ও জবাইদুর রহমানের বাড়িতে দিনে দুপুরে ঘটনাটি ঘটেছে।
বুধবার (৫ ইং মার্চ ২০২৫) আনুমানিক সকাল সাড়ে দশটায় সময় প্রায় ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।
এর মধ্যে রুহুল আমিনের ২৭০,০০০ টাকা ৬ ভরি সোনা ও মো, জবাইদুর রহমান এর ২৫০,০০০,টাকা চুরি করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায়,গত ৩-৩-২০২৫ তারিখে মহেন্দ্র গাড়ি বিক্রি করে টাকা বাড়িতে জমা রাখে।
বাড়ির লোকজন পূর্ব পাশে পুকুরের কাছে কাজ করছিল, আর অন্যান্য লোকজন মাঠের জমিতে কাজ করছিল। এই সুযোগে ওৎ পেতে থাকা চোর অল্প সময়ে মধ্যে বাড়ির ভিতর প্রবেশ করে ঘরের দরজার তালা ভেঙে দুই ভাইয়ের ঘরের মালামাল তচনচ করে কাঠের ও স্টিলের আলমারি থেকে টাকা বের করে নিয়ে যায়। আর তিন ভাইয়ে মধ্যে এক ভাইয়ের ঘরে ঢুকতে পারেনি।
চুরির সংবাদ পেয়ে হরিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিবরণ নথি ভুক্ত করেছেন, চোর চক্রগুলোর বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে, আশ্বাস প্রদান করেছেন।