মিরু হাসান, স্টাফ রিপোর্টর: বগুড়ায় খনন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের ফলে হারানো যৌবন ফিরছে করতোয়া নদীর। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় নদীর ডান তীরে স্লোপ প্রটেকশনের কাজ অর্ধেক শেষ হয়েছে। চলতি বছরে শেষ হবে সৌন্দর্যবর্ধনের চলমান কাজ। এতে বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। তারুণ্যে শেষে যৌবনে ফিরবে করতোয়া।

জানা গেছে, করতোয়া নদীর বগুড়া অংশে পুনঃখনন ও স্লোপ প্রটেকশনের ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বগুড়াবাসী বলছেন, চলতি বছরে তারুণ্যে শেষে যৌবনে ফিরবে করতোয়া। এর আগে, করতোয়া নদীর ১৭ কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হয়।শাজাহানপুর উপজেলার মাদলা থেকে সদর উপজেলার মাটিডালি পর্যন্ত এ খনন কাজ গত বছরের মার্চের ১৩ তারিখে উদ্বোধন করা হয়।

৪৭ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদী পূর্ণখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ প্রকল্পের মাধ্যমে ব্যস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এতে শহর অংশে ১৭ কিলোমিটার খনন, এসপি ব্রীজ থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত ৭৩৫ মিটার নদীতীর রক্ষা কাজের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা পাবে। এছাড়া নতুন করে ৯ কোটি টাকা ব্যয়ে মাটিডালি থেকে নওদাপাড়া পর্যন্ত ১১কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে।
কাজ শেষ হলে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে দৃষ্টিনন্দন হবে নদীর ডান তীর।

এদিকে, করতোয়া নদীর খনন সম্পন্ন হলে প্রাকৃতিক উৎস থেকে এ অঞ্চলের মানুষ মৎস্য আহরণ করতে পারবেন। স্থানীয় কৃষকরা সময়মত কৃষি জমিতে সেচ দিতে পারবেন। সবমিলিয়ে বগুড়ার অর্থনীতি আরো চাঙ্গা হবে। পাউবো বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, নতুন করে ৯ কোটি টাকা ব্যয়ে মাটিডালি থেকে নওদাপাড়া পর্যন্ত ১১ কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে।

এর আগে, ১৭ কিলোমিটার খনন কাজ শেষ হয়েছে। বগুড়া অংশে মোট ২৮ কিলোমিটার নদী পুনঃখনন করা হচ্ছে। দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। চলতি বছরে শেষ হবে সৌন্দর্যবর্ধনের চলমান কাজ। জেলা প্রশাসন ভবনের পেছন থেকে এসপি ব্রিজ এলাকা পর্যন্ত ৭৩৫ মিটার স্লাবিংয়ের পাশাপাশি ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। চলছে দুইপাড়ের সৌন্দর্যবর্ধনের কাজও। নদী খননে অগ্নি নির্বাপনের পানি সরবরাহের জলাধারসহ কৃষি উৎপাদন ও মৎসচাষে সুবিধা পাবে এ অঞ্চলের মানুষ।
বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল-বখতিয়ার জানান, করতোয়া নদীর বদলে যাওয়া রূপ দেখার প্রত্যাশায় এখন শহরবাসীর। খনন কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে। কৃষি জমিতে পানি আটকে থাকবে না।

তিনি আরও বলেন, যে করতোয়া নদীকে ঘিরে এতকাল অনেকে অনেক কথা বলেছেন, সেই নদীর সৌন্দর্য দেখার জন্য বাইরে থেকে লোকজন আসবে। সৌন্দর্যের নদীকে ঘিরে বগুড়া নগরী আরও আধুনিক নগরীতে পরিণত হবে। করতোয়া নদী তার যৌবন ফিরে পাবে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

মোমবাতির আলো জ্বালিয়ে চিলাহাটিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মোমবাতির স্বল্প আলোয় এসএসসি পরীক্ষা শুরু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ যাদুকাটায় শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পার্বতীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন খনসামায় যুবকদের মাঝে খেলার উপকরণ সামগ্রী বিতরণ খানসামায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করণ সভা ইসরায়েলি পণ্যের তালিকা,পণ্য বর্জন করুন রাফাহ – যে শহরের আর কেউ নেই নওগাঁর সাপাহারে গাজাবাসীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্টএর মাননীয় বিচারপতি কান্তজীউ মন্দির পরিদর্শন খানসামা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কাহারোলে ডিলারের বিরুদ্ধে সার পাচার করার অভিযোগ দিনাজপুরে জেলা কারাগারের কারাবন্দীদের ঈদ-উল-ফিতর উদ্যাপন বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ চারজন আহত দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার তাহিরপুরে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে অলংকার ছিনতাই এর অভিযোগ রংপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা বান্দরবান ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নিচে সরকারি ও বেসরকারি হোটেল ও রিসোর্টের তালিকা মুন্সীগঞ্জে কার্টুনে মিলল হাত-পা বিচ্ছিন্ন মরদেহ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
Translate Here »