আমিনুল ইসলাম আপেল স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন এর উদ্যোগে রংপুরে বিনামূল্যে চক্ষু সেবা, চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি’ সকালে নগীরর চেকপোস্ট সংলগ্ন শীতল ডায়াগনস্টিক সেন্টারে রংপুর সিএমএইচ এর ০৩ জন চক্ষু বিশেষজ্ঞ এবং রংপুর মেডিক্যাল কলেজের ০২ জন চক্ষু বিশেষজ্ঞগণ চক্ষু রোগিদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
আনুমানিক ৩০০ জনের মধ্যে সকল ধরনের চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ রোগীদের’কে রংপুর সিএমএইচ এ বিনামূল্যে চক্ষু অপারেশন করানো হবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
এছাড়াও এ সময় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।