সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ ২৮ বিজিবির সহায়তায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ২০ জন হতদরিদ্র নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ বিজিবি ২৮। ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে নাগরিক টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু’র আয়োজনে- সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়ানের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন নাগরিক টেলিভিশনের সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু সহ চিনাকান্দি বিওপির ক্যাম্প সুবেদার আঃ- রহিম ও ধনপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়াডের মেম্বার আব্দুস সালাম সহ আরো অনেকে। চিনাকান্দি বিওপির ক্যাম্প সুবেদার আঃ- রহিম বলেন বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে।
সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পক্ষ থেকে’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান বাবু ও এলাকাবাসীকে।