শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলা শাখায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি (মঙ্গলবার) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া সদর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অধ্যক্ষ মাওলানা রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান হিসাবে অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা অধ্যাপক আ স.ম আব্দুল মালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মাওলানা আব্দুল বাসেত, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি ড.আবু সালেহ মামুন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মাওলানা ডঃ রেজাউল করিম খানকে সভাপতি ও মাওলানা একরাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাওলানা রুস্তম আলী সহ-সভাপতি,মাওলানা আজহার আলী সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী সহ-সভাপতি মাওলানা ইমদাদ হোসেন, সহ-সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন সহ-সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক, সহ-সেক্রেটারি মাওলানা হযরত আলী,সহ-সেক্রেটারি মাওলানা উবায়দুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা জামিলুল হক,অফিস সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম।
সহ অফিস সেক্রেটারি মাওলানা মহসিন আলী,প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হামিদ,সহ প্রচার সেক্রেটারি মাওলানা আব্দুল বারী, প্রশিক্ষণ সেক্রেটারি প্রভাষক হিফজুল বারী, সহ- প্রশিক্ষণ সেক্রেটারি মোঃ রায়হান আলী। সদস্য মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মাসুদুর রহমান ও মাওলানা খোরশেদ আলী। পরিশেষে সভায় আগামী ২৫ জানুয়ারি শনিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের বগুড়া জেলা শাখার সম্মেলন সফল করার জন্য সকালকে উদাত্ত আহ্বান জানানো হয়।