রুবেল রানা, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের প্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেস ক্লাব চত্তরে নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ঠাকুরগাঁও প্রেসক্লাব বদ্ধপরিকর।
এরই অংশ হিসেবে জেলা প্রশাসক মারফত প্রাপ্ত শীত বস্ত্র (কম্বল) বিতরণে সকল সংবাদ মাধ্যমের কর্মীদের সহযোগীতায় ১৯ জানুয়ারি ২৫ খ্রীঃ রবিবার সন্ধ্যা ছয়টা ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকও ঠাকুরগাঁও প্রেসক্লাব পক্ষ থেকে অত্র এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষদের কষ্ট লাঘবে ঠাকুরগাঁও প্রেস ক্লাব ও জেলা প্রশাসন একসাথে কাজ করছে।
উক্ত মানবিক সহযোগীতায় প্রেস ক্লাবের সভাপতি ভারপ্রাপ্ত লুৎফর রহমান মিঠু স্থানীয় বৃত্তবানদের শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান । এই মানবিক উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন এবং এমন কার্যক্রম আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।