এস এম বেলাল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ অন্যান্য জেলাগুলোর তুলনায় ঠান্ডা অনেক বেশি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র এ শীতে জেলার অসহায় ও দু:স্থদের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া ছালেহিয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে ৫০০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ডা: বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং রুহিয়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে রুহিয়া ছালেহিয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডা.বাতেন ও ডা. খাদিজা কল্যাণ ট্রাস্টের পরিচালক ডা: বাতেন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, রুহিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মুঝারুল ইসলাস, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাস বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, রুহিয়া থানা জাসাস এর সাধারণ সম্পাদক আইডল খোকা খান সহ আরো অনেকে।
ডা: বাতেন ও ডা: খাদিজা কল্যাণ ট্রাস্টের পরিচালক ডা. বাতেন জানান, আমাদের এই জেলায় শীত অনেক বেশি। একটা কম্বল দিয়ে আসলে শীত মোকাবেলা করা যায়না। তারপরও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিবছর এমন আয়োজন চলমান থাকবে এবং আগামীতে এর পরিধি আরোও বৃদ্ধি করবো।