শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে তিন শতাধিক৷ দুঃস্হ, অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে উপজেলা বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা শীতবস্ত্র বিতরণ করেছে। ১২ জানুয়ারি(রোববার)বিকাল বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
হিমেল হাওয়ার সাথে বগুড়াসহ উত্তরবঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। উচ্চবিত্তদের কাছে শীত অনেক সময় উপভোগ্য হলেও বিপাকে পরে যায় খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো। এমন পরিস্থিতিতে এবার দুঃস্থ, অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধীদের শীত নিবারন করার জন্য শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বৈয়ম্য বিরোধী আন্দোলনের কর্মীরা।
শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড়ের ৩০০শত দুঃস্হ,অসহায়, ভিক্ষুক ও প্রতিবন্ধী শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিতি ছিলেন, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক সাব্বির খান,ছাত্র প্রতিনিধি সিহাব উদ দৌলা, নাজমুল হেসেন নয়ন,রজব,জাতীয় নাগরিক কমিটির সংগঠক জাহাঙ্গীর আলমসহ প্রমূখ। এই তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল পেয়ে খুশি দুঃস্হ, অসহায়,ভিক্ষুক ও প্রতিবন্ধীরা।