নুরুজ্জামান সরকার রাসেল, নীলফামারী প্রতিনিধি:নীলফামারীতে অঙ্কুর সীড হিমাগার লি:মি: কতৃক অসহায় দারিদ্র্য ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার সকাল ১১টার দিকে সদরের অঙ্কুর সীড হিমাগার মাঠে অসহায়, দারিদ্র্য ও দুস্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন অঙ্কুর সীড হিমাগার লি:মি: এর পরিচালক মো: হাসানুজ্জামান বাচ্চু।
এছাড়া কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কুর সীড হিমাগার লি:মি: এর ম্যানেজিং ডিরেক্টর মো: ফারুক প্রামাণিক,সদরের হাতিবান্ধা ক্যাবল নেটওয়ার্কের ব্যাবস্থাপনা পরিচালক মো: মানিক প্রামাণিক, অঙ্কুর সীড হিমাগারের ম্যানেজার মো: হায়দার রহমান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মো: হাসানুজ্জামান বাচ্চু বলেন, উত্তরের জেলা নীলফামারীতে যে হাড় কাপানো শীত চলতেছে তারই ধারাবাহিকতায় শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া সকলের সুখ মানে আমার নিজের সুখ। এছাড়া তিনি আরও বলেন আমাদের এ শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে শহর নগর ও বিভিন্ন জায়গায়।
অঙ্কুর সীড হিমাগার লি:মি: এর ম্যানেজিং ডিরেক্টর মো: ফারুক প্রামাণিক বলেন অসহায় দারিদ্র্য ও দুস্থদের যেকোনো সমস্যায় অঙ্কুর সীড হিমাগার লি:মি:এর পক্ষ থেকে জনবল পাশে থাকবে। হাতিবান্ধা ক্যাবল নেটওয়ার্ক এর ব্যাবস্থাপনা পরিচালক মো: মানিক প্রামাণিক বলেন অঙ্কুর সীড হিমাগার লি:মি: যেভাবে অসহায় দারিদ্র্য ও দুস্থদের পাশে আছে এমনিভাবে সকল বিত্তবান ব্যাক্তিবর্গ,প্রতিষ্ঠান পাশে থাকলে আমাদের সমাজ সুশীল থাকবে। কম্বল পেয়ে বিশমুড়ী কাশিয়াপাড়ার অপিয়ার রহমান বলেন আমি আজ খুব খুশি।