রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকা: ঢাকার সাভারে চলন্ত অ্যাম্বুলেন্সে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এসময় পিছন থেকে অপর একটি যাত্রীবাহী বাস সামনের যাত্রীবাহী বাসে ধাক্কা দিলে তিনটি যানবাহনেই আগুন ছড়িয়ে পড়ে। এঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন নিহত ও বাসের লকারে থাকা অর্ধশতা দিক ছাগল দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা মুখি লেনে একটি এম্বুলেন্স এবং দুইটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুনে ৪ জন ও অর্ধশতা দিক ছাগল দগ্ধ হয়ে মারা যায়। আগুনের ঘটনায় অ্যাম্বলেন্সটি পুড়ে ছাই হয়ে গেলেও বাস দুটির আগুন রাত ২টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে মানুষের সঙ্গে পুড়লো অর্ধশতাধিক ছাগল।

প্রত্যক্ষদর্শী মঞ্জুর কাদির বলেন, রাত দু’টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের একটি এম্বুলেন্স পুলিশ টাউনের সামনে পৌঁছলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে। এসময় পিছনে থাকা একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।এই বাসটির পিছনে থাকা অপর আরও একটি যাত্রীবাহী বাস সামনের বাসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে বাসে দুটিতেও । পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে যায়। তবে বাস দুটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে নিলেও অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন পুড়ে মারা যান। ৪ জনের মধ্যে ১ টি শিশু, ২ জন নারী ও ১ জন পুরুষ ছিলো এবং একটি বাসের লকারে থাকা অর্ধশতা দিক ছাগল দগ্ধ হয়ে মারা বলে জানান পুলিশ।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের রাজ ফুলবাড়িয়া পুলিশ টাউনে সামনে ঢাকামুখি লেনে একটি অ্যাম্বুলেন্সে সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে ৪জন পুড়িয়ে মারা যায়। অ্যাম্বুলেন্সের পিছনে থাকা বাসে আগুন ধরে যায়। সেসময় ওই বাসের পিছনে থাকা আরো একটি বাসেও অগ্নিকান্ডের ঘটনা ঘটে এছাড়াও একটি বাসের লকারে অর্ধ শতাধিক ছাগল নিয়ে রাজধানীতে যাচ্ছিল একটি বাস। ওই বাসে অগ্নিকান্ডের শিকার হয়ে ছাগল গুলো দগ্ধ হয়ে মারা গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

সাভারে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিষ্ফোরণ,৪ জন নিহত গোপালগঞ্জে হাতকড়াসহ থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক ডোমারে তাঁতী দলের ব্যানারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ ডোমারে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু সুনামগঞ্জ পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দিল্লি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে? যুক্তরাজ্যে পৌঁছানোর পর ক্লিনিকে খালেদা জিয়া ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ পতাকা বৈঠকে সিদ্ধান্ত অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয় বগুড়ায় ১৮ মামলার আসামি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার ডোমার নীলফামারী উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে এগ্রিমেন্টের সময় পার হলেও টাকা না দেওয়ার অভিযোগ আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে হত্যার হুমকি,থানায় ডায়েরী কক্সবাজারের ঈদগাঁওতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত,বিক্ষোভ ও মানববন্ধন যশোরের বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে হতাশা গ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বাংলাদেশে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে বগুড়া শিবগঞ্জে গ্রামার স্কুুল এন্ড কলেজের উদ্বোধন পার্বতীপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সান্তাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত
Translate Here »