শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পুকুর এগ্রিমেন্টের মেয়াদ শেষ হলেও আমানতের টাকা ফেরত না দেওয়া,বিভিন্ন ভাবে হয়রানি ও দখলের পায়তারার অভিযোগ উঠেছে শাহাদৎ জামান ওরফে পুটুর বিরুদ্ধে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ গ্রামের তছকিন উদ্দিন আকন্দ এর ছেলে আনোয়ারু ইসলাম, একই উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ধাওয়াগী (কৃষ্টুপুর) গ্রামের শাহাদৎ জানাম পুটুর নিকট থেকে ধাওয়াগীর মৌজার জে,এল নং-৩০,আর, এম আর নং ৩৬৬, হালে ২২১ দাগে ৯১ শতাংশ পুকুর চার বছরের জন্য এগ্রিমেন্ট নেয়। এগ্রিমেন্ট নেওয়ার পর থেকে সে ওই পুকুরে মাছ চাষ করে আসছিলো।

পরে পুকুরটি অন্য লোকের নিকট বিক্রি করায় নিদিষ্ট সময় পার হলেও আমানতের টাকা ফেরত না দিয়ে জোরপূর্বক ক্রেতাকে দখল করে দেওয়ার অভিযোগ উঠেছে শাহাদৎ জামান পুটুর বিরুদ্বে।শাহাদৎ জামান পুটু শিবগঞ্জ সদর ইউনিয়নে কৃষ্টপুর গ্রামের মৃতঃকছিম উদ্দীনের ছেলে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে কথা হয় পুকুরটি এগ্রিমেন্ট নেওয়া দাড়িদহ গ্রামের আনোয়ারুল ইসলামের সাথে। আনোয়ারুল জানায়, আমি পুকুরটি চার বছরের জন্য চার লক্ষ টাকা দিয়ে এগ্রিমেন্ট নিয়েছি। এগ্রিমেন্টের সময় পার হলেও আমাকে এগ্রিমেন্টের টাকা না দেওয়ায় আমি এখনো পুকুরটি ভোগ দখল করছি। আমাকে এগ্রিমেন্টের টাকা দেওয়ার কথা বলে দুইবার মাছ পরিপক্ষ হবার আগেই বিক্রি করতে হয়েছিল। এতে আমার ব্যাপক লোকসান হয়েছে। পাশাপাশি পুকুরের পাড় বাঁধা, চারপাশে কলার গাছ রোপন করা,পানির সেচ ও নেট ক্রয় বাবদ আমার এক লক্ষ টাকা খরচ হয়েছে।

পুকুরটি অন্যের নিকট বিক্রি করলে আমার আমানতের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি ও তালবাহানা করছে।
এ বিষয়ে শাহাদৎ জামানের সাথে কথা বললে তিনি জানান,আমি পুকুরটি এগ্রিমেন্ট না পত্তন দিয়েছি। ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার শহিদুল ইসলাম নান্নু বলেন,শাহাদৎ জামান পুটুর নিজ বাড়িতে বসে পুকুরটি চার বছরের জন্য চার লক্ষ টাকার এগ্রিমেন্ট কাগজ তৈরি হয় এবং আমি নিজেই ওই এগ্রিমিন্টে নামার সাক্ষী আছি। কৃষ্টুপুর গ্রামের আব্দুস সাত্তার বলেন,পুকুরটি পুটু আনোয়ারুল এর নিকট এগ্রিমেন্ট রেখেছে এতে কোন সন্দেহ নাই।

পুকুর ক্রেতা মোঃ কাইয়ুম পিতা- মকবুল হোসেন সাং মৃধাপাড়া(কৃষ্টপুর) বিশেদ থাকায় তার স্ত্রী মোছাঃ পান্না খাতুন এর নিকট পুকুর এগ্রিমেন্টের বিষয়ে জানতে চাইলে সে বলে, এগ্রিমেন্টের চার লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য আমারা রেখে দিলে দিয়েছি। আনোয়ারুলে সঙ্গে ইতিপূর্বে কথাও হয়েছিল এবং শাহাদৎ জামান পুটু তাকে সঙ্গে করে না আসায় আমরা বিষয়টি এখনো নিরসন করতে পারিনি।

এগ্রিমেন্ট সম্পাদনকারী মুহুরী ওছমান গণি মান্ডল নিকট এগ্রিমেন্ট নামার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আনোয়ারুল ইসলাম পুকুরটি চার লক্ষ টাকায় চার বছরের জন্য এগ্রিমেন্ট নিয়েছে।শাহাদৎ জামান এর বাড়িতে বসেই একশত টাকার ২টি এবং ৫০ টাকার ২টি মোট ৪টি ট্যাম্পে এগ্রিমিন্ট নাম হয়েছে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

গোপালগঞ্জে হাতকড়াসহ থানা থেকে আসামি পলাতক, ২ পুলিশ বরখাস্ত মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক ডোমারে তাঁতী দলের ব্যানারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ ডোমারে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ঔষধ প্রদান ও শীতবস্ত্র বিতরণ সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু সুনামগঞ্জ পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দিল্লি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে? যুক্তরাজ্যে পৌঁছানোর পর ক্লিনিকে খালেদা জিয়া ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ পতাকা বৈঠকে সিদ্ধান্ত অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয় বগুড়ায় ১৮ মামলার আসামি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার ডোমার নীলফামারী উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে এগ্রিমেন্টের সময় পার হলেও টাকা না দেওয়ার অভিযোগ আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে হত্যার হুমকি,থানায় ডায়েরী কক্সবাজারের ঈদগাঁওতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত,বিক্ষোভ ও মানববন্ধন যশোরের বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে হতাশা গ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বাংলাদেশে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে বগুড়া শিবগঞ্জে গ্রামার স্কুুল এন্ড কলেজের উদ্বোধন পার্বতীপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সান্তাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত সাপাহারে বিএমডিএ অফিসে তালা ঝুলিয়ে কৃষক জনতার বিক্ষোভ
Translate Here »