রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারের হেমায়েতপুরে দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মো. রমজান নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মোশাররফ হোসেন নামের কথিত বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনায় তার ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৯ টার দিকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দীন। এর আগে আজ সন্ধ্যায় ডিএমপির মোহাম্মদপুর হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মোশাররফ হোসেন ঢাকা জেলা আন্তঃট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকছিলেন।৫আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি নিজেকে বিএনপি নেতা বলে দাবি করেন। কথিত এই বিএনপি নেতা সাভারের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে। অন্যান্য আসামিরা হলেন, মোশাররফ হোসেনের গাড়ি চালক মো. লিটন (৩০), একই এলাকায় মৃত শাহজাহান ব্যাপারীর ছেলে মো. রাকিব হোসেন (৩০) ও মো. সজল (২৫) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন।

ভুক্তভোগী ব্যবসায়ী রমজান মিয়া সাভারের হেমায়েতপুরের মৃত আলী খাঁনের ছেলে। তিনি গ্লোব কোম্পানির পরিবেশক হিসাবে ব্যবসা করে আসছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. রমজান মিয়া সাভারের হেমায়েতপুর এলাকায় মোরছালিন ভ্যারাইটিস স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিলেন। বেশ কিছুদিন যাবৎ মোশাররফ হোসেন ও তার বাহিনী ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

দাবিকৃত চাঁদা না দিলে গত ৩১ ডিসেম্বর রাত ১০ টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে রমজানকে মোশাররফের অফিসে তুলে নিয়ে যায় তার বাহিনী। পরে দাবিকৃত চাঁদা চেয়ে বেধড়ক মারধর করে। এসময় রমজানের পকেটে থাকা ব্যবসার ১ লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয় মোশাররফ। বাকি ১ লাখ টাকার জন্য হেমায়েতপুরের গ্রীন সিটি সংলগ্ন মোশাররফ হোসেনের ব্যক্তিগত অফিসের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে পিঠমোড়া দিয়ে বেধে রাত ২ টা পর্যন্ত লোহার রড ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে ব্যাপক আহত করে।

পরে মোশাররফ তার হাতে থাকা অস্ত্র বের করে তার পায়ে গুলি করে এবং তারা হেমায়েতপুর ভাঙা ব্রিজের পাশে রমজানকে ফেলে চলে যায়। এঘটনায় স্থানীয়দের সহায়তায় তার ভাই রমজানকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মোশাররফসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী রমজান।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

সুনামগঞ্জ পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দিল্লি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে? যুক্তরাজ্যে পৌঁছানোর পর ক্লিনিকে খালেদা জিয়া ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ পতাকা বৈঠকে সিদ্ধান্ত অনুমতি ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নয় বগুড়ায় ১৮ মামলার আসামি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গ্রেপ্তার ডোমার নীলফামারী উপজেলার সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে মৃত্যুঝুঁকি ডোমারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে এগ্রিমেন্টের সময় পার হলেও টাকা না দেওয়ার অভিযোগ আদমদীঘি উপজেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে হত্যার হুমকি,থানায় ডায়েরী কক্সবাজারের ঈদগাঁওতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত,বিক্ষোভ ও মানববন্ধন যশোরের বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশ-বিদেশি অস্ত্রসহ গ্রেফতার-০৪ সান্তাহারে হতাশা গ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা ডোমারে নিম্নমানের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বাংলাদেশে ভোটার হওয়ার বয়স ১৭ বছর হলে কী প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে বগুড়া শিবগঞ্জে গ্রামার স্কুুল এন্ড কলেজের উদ্বোধন পার্বতীপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সান্তাহারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ বগুড়ায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত সাপাহারে বিএমডিএ অফিসে তালা ঝুলিয়ে কৃষক জনতার বিক্ষোভ বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আলামতে আগুন সুনামগঞ্জে ৫টি বিওপির এলাকা থেকে ৩১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক সাভারে শীর্ষ সন্ত্রাসী কথিত বিএনপি নেতা মোশারফ গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু রাজারহাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা খোলস পাল্টিয়ে পরিচয় দেন ছাত্র সম্বনয়ক
Translate Here »