নুরুজ্জামান রাসেল নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নীলফামারী এর আয়োজনে,শীতার্ত, বয়স্ক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৪. ১২. ২০২৪ ইং রোজ মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নীলফামারী জেলা কমান্ড্যান্ট মোঃ মাজাহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম, সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রংপুর রেঞ্জ কমান্ডার পরিচালক আব্দুস সামাদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে। দেশের যেকোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে। তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। এতে অসহায় মানুষের দুর্ভোগ হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে শীতার্ত এসব আনসার ও ভিডিপি সদস্যাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
তীব্র এ শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের সকল বিত্তশালী মানুষদের প্রতি তিনি আহ্বান জানান।নীলফামারী জেলার ৬টি উপজেলার ৬০০জন শীতার্ত বয়স্ক আনসার-ভিডিপি সদস্যাদেরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।