হানিফুর আলী,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬ শতাধিক অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে আলহাজ মোবারক আলী চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যোগে মোবারক আলী চক্ষু হাসপাতাল চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী, ট্রাষ্টের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ।
এর আগে মোবারক আলী চক্ষু হাসপাতালের প্রধান ফটক উদ্বোধন করেন আতিথিরা।