শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার এজাহার নামীয় দুই আসামীকে র্যাব-১২,বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২ সাভার এর যৌথ অভিযানে আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার(২২ ডিসেম্বর)দুপুর দেড়টার দিকে র্যাব-১২, বগুড়া ও র্যাব-৪ সিপিসি-২ সাভার যৌথ অভিযান পরিচালনা করে বগুড়ার চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী আতাউল রহমান আতা (২৭) এবং ২নং আসামী শ্রী বিপুল চন্দ্র বর্মন(২৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আতাউর রহমান আতা বগুড়ার কাহালু উপজেলাধীন কমলা শিবা(শিবা কমলা মুসলিমপাড়া)এলাকার মোঃ আঃ রাজ্জাক সোনার ওরফে পিরু এর ছেলে, শ্রী বিপুল বর্মন একাই জেলা ও থানার কমলা শিবা( কমলা শিবা দক্ষিণপাড়া) এলাকার মন্টু বর্মন এর ছেলে। র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গত ৩০ আগষ্ট শুক্রবার সকাল ৭টার দিকে ভিকটিম রাকিবকে তার বাড়ীর সামনে থেকে পূর শত্রুতা ও বিরোধের জেরে আসামীরা জোর করে আটো ভ্যানযোগে শিবা কমলা গ্রামে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। পরবর্তীতে নিহত রাকিব এর বোন বাদী হয়ে বগুড়ার কাহালু থানায় ৭ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে নং-০১/১২৭ তারিখ ১/০৯/২৪ ইং, ধারা -৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় র্যাব-১২, বগুড়া এবং র্যাব-৪ সিপিসি-২ সাভার এর একটি যৌথ আভিযানিক দল রোববার গত রোববার দুপুর ১৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রাবিক হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী আতাউল রহমান আতা এবং ২নং আসামী শ্রী বিপুল বর্মনকে গ্রেফতার করা হয়। র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার কাহালু থানায় সোপর্দ করা হয়েছে।