শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। ১৮ ডিসেম্বর(বুধবার) দিবাগত রাত ১টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার,সহযোগিতায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১৪ সিপিসি-২, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ নামক এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজহার নামীয় পালাতক আসামী রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাসেম সবুজ এর স্বক্ষরিত এক প্রেস রিলিজে এস তথ্য নিশ্চিত নিশ্চিত করা হয়েছে।
র্যাবের পাঠানে প্রেস রিলিজে বলা হয়, গত ৪ আগস্ট সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বগুড়া জেলা সদর থানা এলাকায় আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার উপর তার লালিত কর্মী বাহিনীকে দিয়ে আন্দোলনক নস্যাৎ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এরই পেক্ষিতে দূর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলনরত ০৯ (নয়) জন ছাত্র-জনতা নিহত ও দুই শতাধিক ছাত্র-জনতা আহত হয়। যার পেক্ষিতে রিপুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাসহ মোট ১৩ টি মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, রাগেবুল আহসান রিপু ক্ষমতায় থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জন, নিয়েগ বানিজ্য, দলীয় প্রভাবে দখলদারি,থানায় মারধর করে আসামী ছিনিয়ে নিয়ে যাওয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে।