শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অবৈধ চার ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় নামক এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমান করা হয়।পরিবেশ
অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। প্রসিকিউটর হিসাবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মাহমুূদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আহসান সাফীসহ জেলা পুলিশ সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর বগুড়ার পরিদর্শক মাহমুদুল হাসান বলেন,গাবতলী উপজেলায় অবৈধ ইট ভাটায় মোবাইল কোট অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্ত্ত ও ভাটা স্হাপন(নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্হিত মেসার্স এমএস এ ব্রিকস নামক অবৈধ ইটভাটাকে এক লাখ, মেসার্স এম এম ডি ব্রিকস নামক ইটভাটাকে এক লাখ, মেসার্স এম ডি সি ব্রিকস নামক ইটভাটাকে এক লাখ এবং মেসার্স এ আর এস ব্রিকস নামক ইটভাটাকে এক লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফায়সাল মাহমুূদ বলেন গাবতলী উপজেলায় সোনারায় ইউনিয়নে অবস্হিত অবৈধ চারটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্হাপন নিয়ন্ত্রণ( সংশোধন) আইন ২০১৯ এ বিধান লঙ্ঘন করে বিদ্যালয় ও বসতবাড়ির সন্নিকটে ইটভাটা পরিচালনা অপরাধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রত্যেক ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং পরিবেশ দূষণ এর বিষয়ে সতর্ক করা হয়।