সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে বিএনপি নেতা সাইফুল ইসলামের (৪৯) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
সোমবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা আল-মুসলিমের চার নাম্বার গেটে স্থানীয় ওয়ার্ড বিএনপি’র অফিসে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি র্দীঘ দিন যাবত বিএনপি’র রাজনীতি করি। আওয়ামীলীগের দোষদের কারণে র্দীঘ দিন এলাকা ছাড়া ছিলাম । এখন এলাকায় এসে বিএনপি’র কার্যক্রম পরিচালনা করতেই শুক্রবার (৮ নভেম্বর) রাতে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে। আমার অফিস ও বাড়ি ভাঙচুর করে। এছাড়াও আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে।
আমার ছেলেকে মারধর করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু আমি বিচার চেয়ে থানায় গিয়েছি। হঠাৎ থানায় গিয়ে কে বা কারা ওসি সঙ্গে দেখা করলো। এরপর থেকেই আমার মামলা এখনো নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি আরো বলেন,অনতি বিলম্বে দোষীদের আইনের আওতায় এসে শাস্তি প্রধান করা হোক। অন্যর্থায় সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে সাইফুল ইসলামের বাবা হাজী মোঃ লাল মিয়া মাদবর, ছেলে ইমনসহ পরিবারের আরো সদস্যরা উপস্থিত ছিলন।