নাগরিক ভাবনা,আ্যাড. এম এ মজিদ: ঘটনাটি ঘটেছিল আমারই চোখের সমানে আজ সকালে। আমার পাশের বাড়ির একজন বেশ কয়েক ডজন কবিতর পালেন। বিশ্বের কয়েকটি প্রভুভক্ত প্রানির মধ্যে কবুতরও খুবই প্রভুভক্ত পাখি হিসেবে সর্বজন বিদিত।

আমার বাসার সমনে কবুতরের প্রভু যখন আয় আয় বলে ডাক দেন তখনি কবুতরগুলো তার কাছে চলে আসে। তাদেরকে চাল গম খুদ ছিটিয়ে দিলে কবুতরগুলো বাকবাকুম শব্দ করতে করতে খাবারগুলো তারা নির্ভয়ে খেয়ে তাদের প্রভুকে তারা নানাভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। সেই সাথে হয়তো সৃষ্টিকর্তার কাছে কবুতরগুলো প্রান খুলে প্রার্থনা করতে থাকে তাদের প্রভুর উন্নতি সমৃদ্ধি এবং মঙ্গল কামনায়। তারা দোয়া করে তাদের প্রভুর আয় উন্নতি ও রোজগার বাড়তে থাকুক, যাতে করে তাদের প্রভু তাদেরকে আরো বেশি বেশি করে খাওয়াতে পারে।

কবুতর তাদের প্রভুকে এতটাই ভালোবাসে যা অকল্পনীয়। অনেক বাড়িতে আগুন লেগে গেলে কবুতরগুলো প্রান বাঁচাতে পালিয়ে না গিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে আগুনে পুড়ে জীবন উৎসর্গ করে কিন্তু প্রভুর সাথে বেইমানি করে না।

আজ সকালে আমার প্রতিবেশিকে দেখলাম, তিনি খাবার ছিটিয়ে কবুতরগুলোকে আয় আয় বলে ডাকার পর কবুতরগুলো তার কাছেই চলে এলো। ১৫/১৬টি কবুতরের মধ্যে খুব সহজেই দু’টি কবুতরকে তাদের প্রভু ধরে ফললেন। কবুতরগুলো ভেবেছিল, তার প্রভু তাদেরকে আদর করে আবার উড়িয়ে দিবে। কিন্তু তার প্রভু তা করলেন না। একটা কবুতর তার তিন বছরের ছেলেকে ধরতে দিয়ে তারা স্বামী-স্ত্রী মিলে একটি কবুতরকে জবহ্ করলেন। এ দৃশ্য দেখে তাদর শিশু সন্তানটি খুশিতে অনেকটাই আত্মহারা হওয়ার মতো। কেননা, আজ তারা মজা করে কবুতরের মাংশ দিয়ে সকালের খাবার খাবে। তারা প্রতিদিনই সকালে হালকা নাস্তার পরিবর্তে ভরাপেট ভাত-তরকারি খেয়ে থাকেন। শিশুটির হাতে থাকা আর একটি কবুতর তার জুটিকে এ ধরনের মর্মান্তিক জবহ্ করার দৃশ্য দেখে তৎক্ষণাৎ কবুতরটি হার্টফেল করে মারা যায়।

কবুতরটি নিথর হয়ে পড়লে শিশুটি বলতে থাকে, “বাবা বাবা মনে হইতাছে কইতরটা মইরা গ্যাছে”। তার পিতা শিশুটির কাছ থেকে কবুতরটা তার হাতে নিয়ে ঝাকি দিয়ে এদিক-ওদিক নাড়াচাড়া করে তারা নিশ্চিত হলেন যে, কবুতরটি সত্যি সত্যিই মারা গেছে। কবুতরটা কেন মারা গেল এটা নিয়ে তারা অনেক কথাবার্তা বলাবলি করে তারা এই মর্মে উপনীত হলেন যে, কবুতরটি রোগাক্রান্ত থাকার কারণেই মারা গেছে। কিন্তু কবুতরটি মোটেও অসুস্থ্য বা রোগাক্রান্ত ছিল না, তার জুটির নির্মম হত্যাকান্ডটি দেখেই তার জুটি কবুতরটি হার্টফেল করে মারা গেছে, এতে কিন্তু বিন্দুমাত্রও সন্দেহের অবকাশ নেই।

দেখেশুনে মরা কবুতর খাওয়া যাবে না ভেবে মৃত কবুতরটি জবহ্ না করে ফেলে দিল। তাদের বাসায় সদস্য সংখ্যা ৫ জন। একটা কবুতরে তাদের সবার হবে না ভেবে আর একটি কবুতর ধরার জন্য প্রভু কিছু খুদ ছিটিয়ে দিয়ে আয় আয় বলে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করতে থাকলেন, কিন্তু একটিও কবুতর আর খাদ্যকনা খেতে নিচে নামলো না।
সমস্ত ঘটনাটি আমার চোখের সামনেই ঘটেছিল। জুটিকে জবহের দৃষ্টি দেখে তার জুটির কষ্টের কারনেই হার্টফেল হয়ে মৃত্যুটা দেখলাম। আরো দেখলাম, আরো একটা কবুতরকে ধরার জন্য খাওয়া ছিটিয়ে দিয়ে প্রভু অনেক ডাকাডাকি করা সত্বেও একটিও কবুতর নিচে নেমে এলো না।

বিষয়টি কে কিভাবে গ্রহন করবেন আমি জানি না। কিন্তু সমস্ত ঘটনাটি আমি স্বচক্ষে দেখেছি। সমগোত্রীয় জুটির জবহ্ করার দৃশ্য, তার জুটির হার্টফেল করে মরে যাওয়ার দৃশ্য এবং অন্যান্য সমগোত্রীয় কবুতরগুলো প্রভুর ডাকে সাড়া না দিয়ে খেতে না আসার দৃশ্য আমি দেখলাম, ভাবলাম, বুঝলাম এবং উপলব্ধি করলাম, যা প্রকাশ করে অন্য কাউকে বলার মতো বিষয় নয়।

এটাই বিধাতার বেঁধে দেওয়া নিয়ম। কবুতরগুলো কয়েকদিন পর তাদের সমগোত্রীয় বন্ধুর জবহ্ করার দৃশ্য ভুলে যাবে। তাদের প্রভু খাওয়া দিতে থাকবে। কবুতরগুলোও খেতে নামবে। আবার একদিন তাদের কয়েকটিকে ধরে ফেলে জবহ্ করে নিজেরা ভক্ষণ করে তৃপ্তি লাভ করবে অথবা বিক্রি করে কিছু অর্থ কামাবে। এটাই মহাবিশ্বের চলমান রীতি ও নীতি। এভাবেই চলতে থাকবে মহাবিশ্বের সবকিছু স্বাভাবিকভাবেই।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

খানসামায় নববর্ষ বরণের প্রস্তুতিমূলক সভা বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত  আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ রংপুরে সরকারী পতিত জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠের দাবীতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন পার্বতীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বৃহস্পতিবার এসএসসি/দাখিল ও ভোকেশনাল পরীক্ষা, পঞ্চগড়ে মোট পরীক্ষার্থী ১৫৭৬১ জন খনসামায় যুবকদের মাঝে খেলার উপকরণ সামগ্রী বিতরণ খানসামায় যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তি করণ সভা ইসরায়েলি পণ্যের তালিকা,পণ্য বর্জন করুন রাফাহ – যে শহরের আর কেউ নেই নওগাঁর সাপাহারে গাজাবাসীর সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনু‌ষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্টএর মাননীয় বিচারপতি কান্তজীউ মন্দির পরিদর্শন খানসামা জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কাহারোলে ডিলারের বিরুদ্ধে সার পাচার করার অভিযোগ দিনাজপুরে জেলা কারাগারের কারাবন্দীদের ঈদ-উল-ফিতর উদ্যাপন বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ চারজন আহত দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও তদন্তকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার তাহিরপুরে গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে অলংকার ছিনতাই এর অভিযোগ রংপুরে তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা বান্দরবান ভ্রমণে আগ্রহী পর্যটকদের জন্য নিচে সরকারি ও বেসরকারি হোটেল ও রিসোর্টের তালিকা মুন্সীগঞ্জে কার্টুনে মিলল হাত-পা বিচ্ছিন্ন মরদেহ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তি করায় ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দেশীয় মাছের নিরাপদ আশ্রয়স্থলে পুকুর খনন,দেশীয় মাছের প্রজনন ক্ষতিগ্রস্ত  লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা আটক ৮ ঠাকুরগাঁওয়ে অপরাধ নিয়ন্ত্রনে সেনাবাহিনীর চিরুনী তল্লাশি কক্সবাজারে ঈদ যাত্রায় মহাসড়কে চরম ভোগান্তি, দূভোগে মানুষ কবিতা: ঈদ মোবারক ঈদ-লুনা জাহান
Translate Here »