সোহরাওয়ার্দী খোকন,স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ভাতুরিয়া ইউনিয়ন কাঁঠাল ডাংগী বাজার ১৯/১০/২৪ইং তারিখ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যেগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবদুল হাকিম কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো:রফিকুল ইসলাম নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর, আরও উপস্থিত ছিলেন জনাব মোঃকরিমুল হক সভাপতি ৬ নং ভাতুড়িয়া। এসময় মাওলানা মোঃরফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দলোন, সহ দেশের জনগনের দারা এদেশ হতে সৈরাচার সরকার পতন করা সম্ভব হয়েছে যারা সংগ্রামে নিহত হয়েছেন তাদের আত্বার মাগফিরাত কামনা করেন তিনি। তিনি বলেন এদেশে শুধু নামাজ কালাম নয় তার সাথে এদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে পরিচালিত করতে হবে, রাষ্ট্রের গঠন তন্ত্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে।
প্রধান অতিথি মাওলানা আবদুল হাকিম বলেন, এই দেশ কারো বাবার না, এই দেশে স্বাধীন ভাবে বসবাস করার অধিকার সবার রয়েছে, দেশকে উন্নয়নের দিকে ধাপিত করতে হলে অবশ্যই বাংলাদেশকে একটি ইসলামি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে চলবে শুধু কোরাআনের আইন, তাই তিনি উপস্থিত হাজার ও জনতার মাঝে বলেন আসুন আমরা সবাই ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর আইন এবং রাসুলের আদর্শ মেনে চলি।