আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে দেবীগঞ্জে শুরু হয়েছে আন্তঃইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার দুপুর ১২:৩০ টায় দেবীগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান ক্রীড়া সংগঠক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও তিনি রাজনীতির পরিবর্তে ক্রীড়াঙ্গনকেই নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নিয়েছিলেন এবং সেখানে সফলতার পরিচয় দিয়েছিলেন।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ১নং চিলাহাটি ইউনিয়ন ক্রিকেট টিম এবং দন্ডপাল ইউনিয়ন এএস স্পোর্টসের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটি আরাফাত রহমান কোকোর ক্রীড়াক্ষেত্রে অবদানকে স্মরণ করার পাশাপাশি দেবীগঞ্জের যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।