মুক্ত কলম খেলা ডেক্সঃ ২০২৩ খ্রিঃ অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সূত্রের খবর আগস্টে সিরিজ আয়োজনের জন্য ইতোমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন জানিয়েছেন, বিশ্বকাপের আগে তাদের লক্ষ্য সব ফরম্যাটে শীর্ষস্থানীয় দল হিসেবে গড়ে তোলা। এ বছর বিশ্বকাপ জেতা এবং পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা।