মুক্ত কলম নিউজ ডেক্সঃ বাংলাদেশের খুলনা থেকে কলকাতায় ফেরার পথে আন্তর্জাতিক ট্রেন বন্ধন এক্সপ্রেসে আগুন আতঙ্কের ঘটনা ঘটেছে। ভারতে বনগাঁ পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে কিছুটা এগিয়ে গোবরডাঙ্গা স্টেশনের পার করার পর থেকেই ট্রেনের ইঞ্জিনের কামরার নীচ থেকে বেরোতে থাকে কালো ধোয়া।
এতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনের যাত্রীদের মাঝে। ট্রেনের মধ্যেই শুরু হয় আতঙ্কিত যাত্রীদের চিৎকার, চেঁচামেচি, হুড়োহুড়ি। এই ঘটনা ১০ মিনিটের মধ্যে পরবর্তী স্টেশন হাবরায় ট্রেনটিকে দাঁড় করায় চালক। দেখা যায় ইঞ্জিনের পিছনের অংশের নিচের থেকে গল গল করে বেরোচ্ছে কালো ধোয়া।
এমন ঘটনা দেখে ছুটে আসে স্থানীয়রাও। ছুটে আসে রেলের ইঞ্জিনিয়ারও। জানা যায় ইঞ্জিনের ব্রেক জ্যাম হয়ে যাওয়ায় এমন ঘটনা ঘটে। সব মিলিয়ে ৩৫ মিনিট পরে ইঞ্জিনের ত্রুটি সারিয়ে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধন এক্সপ্রেস। দীর্ঘ এই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকলেও নিরাপত্তার করণে যাত্রীদের ট্রেনের মধ্যেই অবস্থান করতে হয়।