মুক্ত কলম সম্পাদকীয়ঃ কুরবানী (আরবি: قربانى‎‎), কুরবান অথবা আদ্বহা বা আযহা ( أضحية) কে ইসলামী আইন হিসাবে উল্লেখ করা হয়, যা ঈদ উল আযহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান। ইসলামি মতে কুরবানী হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা। মুসলমানদের পবিত্র আল কোরআনের তিনটি স্থানে কুরবানির উল্লেখ আছে যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজ বোঝাতে যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ঈদ উল আযহার নির্দিষ্ট দিনের বাইরে খাওয়ার জন্যে পশুহত্যা কে ইসলামে জবেহ বলা হয়ে থাকে। কুরবানি।

ভেতরে লুকিয়ে আছে পিতা পুত্রের অসীম ত্যাগের ইতিহাস।ঐশীপ্রেমের মালা গাঁথার অতুলনীয় এক বিরল দৃষ্টান্ত রয়েছে এই ইতিহাসে। শাশ্বত চেতনার এই কুরবানি যুগে যুগে মুসলিম উম্মাহর চেতনাকে শানিত করেছে।এখনো পৃথিবীর সবখানে এই পুণ্যের বিধান সগৌরবে প্রতিষ্ঠিত রয়েছে। ইতিহাসের পাতায় একটু নজর দেওয়া যাক।জীবন সায়াহ্নবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রিয় খলীল ইবরাহিম আলাইহিস সালাম আকুল আবেগে একটি পুত্রসন্তানের মিনতি জানালেন।আল্লাহ তায়ালা তার হৃদয়ের আকুলভরা মিনতি কবুল করলেন।দান করলেন তাকে সুবুদ্ধির একটি পুত্রসন্তান।পবিত্র কোরআনে সে কথাই বর্ণিত হয়েছে কী সুন্দর ধাপে ধাপে। ইবরাহিম বলল; হে’ আমার প্রতিপালক! আমাকে একজন সৎকর্মপরায়ণ সুসন্তান দান করুন।অতঃপর আমি তাকে এক স্থিরবুদ্ধি পুত্রের সুসংবাদ দিলাম। (সূরা সাফফাত; ১০০- ১০১)

 

বার্ধক্যের অমন জরাজীর্ণ সময়ে ইবরাহিম আলাইহি ওয়াসাল্লাম এর জন্য পুত্র সন্তানের সুসংবাদ সত্যিই আকাশপুষ্ট নেয়ামত ছিল। বিবি হাজেরার মাতৃগর্ভে জন্ম নিলো ফুটফুটে এক পুত্র সন্তান। ইবরাহিম আলাইহিস সালাম চোখভরে পুত্রের দিকে তাকিয়ে দেখেন।তবুও মনের ব্যকুল আশ মিটে না।দু’চোখ কেবল নির্বাক হয়ে তাকিয়েই থাকে।হৃদয়ের মানিককে বুকে জড়িয়ে আটকে রাখেন।পরম আদরে ক্ষণে ক্ষণে কপালে চুমু দেন। পুত্রস্নেহের এমন আনন্দঘন মুর্হূতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো—তিনি যেন স্ত্রী ও সন্তানকে নির্বাসনের জন্য সবুজহীন উপত্যকায় রেখে আসেন।

ইবরাহিম ভাবনায় পড়ে যান এতটুকু শিশুকে কীভাবে বিজন মরুভূমিতে রেখে আসবেন! তবুও আল্লাহর নির্দেশ অমান্য করা যাবে না, মানতেই হবে।মনের প্রবল ইচ্ছেটুকু আল্লাহর জন্য সঁপে দিয়ে বিবি হাজেরা ও আদুরে ইসমাঈলকে উটের পিঠে নিয়ে রওনা হোন।চলতে চলতে ‘ফারান’ মরুপ্রান্তরে আসেন। চোখের সামনে আদিগন্ত বৃক্ষহীন ধূ—ধূ প্রান্তর রাশি রাশি বালু চিকচিক করছে। আল্লাহর নির্দেশের সামনে মনের ব্যকুল ইচ্ছে থাকা সত্ত্বেও বিবি হাজেরা ও ইসমাঈলকে সেখানেই রেখে এলেন।

জীবনের চঞ্চল শৈশবে শিশু ইসমাঈল ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল।তারপর যখন একটু আধটু উপলব্ধির বয়সে উপনীত হলো।তখন একদিন ইবরাহিম আলাইহিস সালাম স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হোন—তিনি যেন সবচে’ প্রিয় বস্তুকে কুরবানী করেন।নবীদের স্বপ্ন ছিল।তাই নবীগণ স্বপ্নে যা দেখতেন, সেটা ওহী হিসেবে গণ্য হতো। স্বপ্ন দেখার পর তিনি বুঝে ফেললেন—সবচে’ প্রিয়বস্তু কোনটি? কুরআন সে কথা বলেছে—পিতা পুত্রের কথোপকথন। ‘তারপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করার মতো বয়সে উপনীত হলো, তখন ইবরাহিম বললেন; পুত্র আমার! আমি স্বপ্নে দেখি, তোমাকে জবাই করছি।একটু ভেবেচিন্তে বলো, তোমার কী অভিমত! পুত্র বললো; আপনাকে স্বপ্নে যা নির্দেশ দেয়া হয়েছে, আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। (সূরা সাফফাত; ১০২)

আহা, পিতাপুত্রের কী অমায়িক ভালবাসা ছিলো।পিতা আল্লাহর হুকুমের কাছে সর্মপিত।পুত্র সে স্বপ্ন বাস্তবায়নে নিজ থেকেই অর্পিত—আগুয়ান।পিতার প্রতি আনুগত্যের এমন উপমা পৃথিবীর আর কোন কালে ছিল কী? ধীরে ধীরে চলে এলো কাঙ্ক্ষিত দিন। ‘জিলহজ্জের দশতারিখ’ আল্লাহর আদেশ বাস্তবায়নে পিতাপুত্র চলে গেলেন মিনাপ্রাঙ্গণে। এবার স্বপ্নাদিষ্ট হুকুমকে পূর্ণতা দেবার পালা।ইবরাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করেছেন। এক্ষুণি প্রিয়পুত্রের গলায় ছুরি চালাবেন। প্রিয় পাঠক! আপনাকে এখানে একটু থামাতে চাই।ইবরাহীম আলাইহি ওয়াসাল্লাম এই অসীম ত্যাগ কার জন্য?

সকল মায়া ভালবাসা ছেড়ে নিজের সবচে’ প্রিয়বস্তুকে আল্লাহর সামনে অর্পন করলেন। কিসের জন্য এত এত মায়া—মুহব্বত বিসর্জন দিলেন। আমরা কেন এমন হতে পারি না! চেষ্টা করি না ইবরাহিমের মতো আত্মত্যাগী হতে! আজ এখানে দৃঢ়প্রতিজ্ঞা গ্রহণ করি। ইবরাহিমী চেতনায় উদ্দীপ্ত হতে পারি। আকাশ পৃথিবী সেসময় কি একটু থেমে গিয়ে ছিলো? অবাক হয়ে তাকিয়ে ছিলো, পিতাপুত্র অবিস্মরণীয় ইতিহাসের দিকে?! আল্লাহ তায়ালা পিতাপুত্রের এই কুরবানি কবুল করলেও বালক ইসমাঈলের জীবন কবুল করলেন না।বেহেশত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে তাকে প্রাণমুক্ত করে করে পিতার কাছে ফিরিয়ে দেন।

কুরআনে বর্ণিত ভাষায়— যখন তারা উভয়ে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করল এবং ইবরাহিম তার পুত্রকে কাত করে যমীনে শায়িত করল, তখন আমি তাকে আহ্বান করে বললাম। হে’ ইবরাহিম! তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে! এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি।নিশ্চয় এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে পুত্র ইসমাঈলকে মুক্ত করলাম।একটি কোরবানির বিনিময়ে। আর আমি এটাকে ঈদুল আযহাতে কোরবানি করার রীতি প্রবর্তন করে পরবর্তীদের স্মরণে রেখেছি। (সূরা সাফফাত; ১০৩- ১০৮) আল্লাহ তায়ালা পিতাপুত্রের এই অসীম ত্যাগ ও আনুগত্যের চেতনাদীপ্ত শিক্ষাকে পৃথিবীর বুকে চিরন্তর করে রাখতে চাইলেন।যুগের ধারাবাহিকতায় পশু কুরবানিকে মুসলিম উম্মাহের জন্য তাদের আত্মসমর্পনের শিক্ষা বানালেন।

কুরবানীর তাৎপর্য ও ফযীলতঃএক হাদীসে আছে, সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিআল্লাহু আনহু বলেন, একবার সাহাবীগণ আরজ করলেন; ইয়া রাসুলুল্লাহ! কুরবানির রহস্য কী? নবীজি বললেন; এটা তোমাদের পিতা হযরত ইবরাহিম আলাইহিস সালামের সুন্নত।

তারা বললেন; এতে আমাদের লাভ কী?

নবীজি বললেন; কুরবানি পশুর প্রতিটি পশমের বিনিময়ে তোমরা একটি করে নেকি পাবে। তারা পুনরায় বললেন; ছাগল—ভেড়ার পশমের কী বিধান কী? তিনি বললেন; এগুলোর প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি পাবে! কত বড় ফযীলতের কথা হাদিস শরীফে উল্লেখিত হয়েছে।নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হিজরতের পর মদীনায় দশ বছর ছিলেন, সেখানে অবস্থানকালে প্রতিবছরই কুরবানি করতেন।ইন্তেকালের পূর্বে হযরত আলি রাদিআল্লাহু আনহু এর কাছে অসিয়ত করে গিয়েছিলেন, যাতে প্রতিবছর তার পক্ষ থেকে কুরবানি করা হয়। তাইতো নবীজির তিরোধানের পর প্রতিবার যখন কুরবানির সময় আসতো তখন হযরত আলী রাদিআল্লাহু আনহু দুটি ভেড়া জবাই করতেন।একটি ছিল স্বয়ং নিজের পক্ষ থেকে, অপরটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম—এর পক্ষ থেকে।

প্রিয় মুসলিমবন্ধু! কুরবানির ইতিহাস, রাসুলের হাদিস, ও তার সীরাত থেকে কুরবানির ফযীলতের শিক্ষাটুকু আমাদের জীবনে ধারণ করি। সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করে গরীর দুঃখিদের সাথে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। আল্লাহ তায়ালা আমাদের কুরবানীসহ সকল নেক আমলগুলো কবুল করুন—আমিন।

পবিত্র কোরআন শরীফে কুরবানী সম্পর্কে একাধিক সুরায় উল্লেখ আছেঃ অতএব হে মানুষ! আল্লাহ-সচেতন হও। আল্লাহর ধর্মবিধান লঙ্ঘন হতে দূরে থাকো। জেনে রাখো, আল্লাহ মন্দ কাজের শাস্তিদানে কঠোর।

— সূরা বাকারা, আয়াত ১৯৬
হে নবী! কিতাবিগণকে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো। কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করবো। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ-সচেতনদের কোরবানিই কবুল করেন।

— সূরা মায়েদা, আয়াত-২৭
হে নবী! ওদের বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ-আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক ও অদ্বিতীয়। এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম।

— সূরা আনআম, আয়াত ১৬২-১৬৩
আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্যে কোরবানিকে ইবাদতের অংশ করেছি। যাতে জীবনোপকরণ হিসেবে যে গবাদি পশু তাদেরকে দেয়া হয়েছে, তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে আর সব সময় যেন মনে রাখে একমাত্র আল্লাহই তাদের উপাস্য। অতএব তাঁর কাছেই পুরোপুরি সমর্পিত হও। আর সুসংবাদ দাও সমর্পিত বিনয়াবনতদের, আল্লাহর নাম নেয়া হলেই যাদের অন্তর কেঁপে ওঠে, যারা বিপদে ধৈর্যধারণ করে, নামাজ কায়েম করে আর আমার প্রদত্ত জীবনোপকরণ থেকে দান করে।

— সূরা হজ, আয়াত ৩৪-৩৫
কোরবানির পশুকে আল্লাহ তাঁর মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্যে এতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে, তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকে খাওয়াও। এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো।

— সূরা হজ, আয়াত ৩৬
কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ-সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী! আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে, আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না।

— সূরা হজ, আয়াত ৩৭-৩৮
ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হলো, তখন ইব্রাহিম একদিন তাকে বলল, ‘হে আমার প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখেছি যে, তোমাকে কোরবানি দিতে হবে। এখন বলো, এ ব্যাপারে তোমার মত কী? ইসমাইল জবাবে বলল, হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। ইনশাল্লাহ! আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন।

— সূরা সাফফাত, আয়াত ১০২
মনে রেখো, এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির। পুরো বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মে। ইব্রাহিমের প্রতি সালাম। এভাবেই আমি সৎকর্র্মশীলদের পুরস্কৃত করি।

— সূরা সাফফাত, আয়াত ১০৬-১১০

অতএব তুমি তোমার প্রতিপালকের জন্যেই নামাজ পড় ও কোরবানি দাও। নিশ্চয়ই তোমার প্রতি যেই বিদ্বেষ পোষণ করবে, বিলুপ্ত হবে ওর বংশধারা।

— সূরা কাওসার, আয়াত ২–৩

আমাদের করণীয়ঃ অবশ্যই মনে রাখতে হবে উত্তম পশু কিনে কুরবানী দিতে হবে। এর মধ্যে বিন্দু পরিমান যে কোন সুদের টাকা থাকা যাবেনা, এটা ব্যাংক ইন্টারেস্ট এর টাকা দিলেও আপনার কুরবানী আল্লাহ্‌ পাকের দরবারে কবুল হবে না। একটি গরুতে ৭ ভাগ দেওয়া যেতে পারে সে ক্ষেতে সাত জনের একি চিন্তা থাকতে হবে। তা ছাড়া কুরবানী হবে না। গরুর নুন্যতম ১ বছর বয়স হতে হবে।

আপনি যে  সব পশু কুরবানী হিসেবে দিতে পারেন যেমনঃ উট, দুম্বা, ভেড়া, ছাগল, ও গরু। ছাগলের ক্ষেত্রে ১ বছর বয়স পূর্ণ হতে হবে। তবে মনে রাখতে হবে কুরবানী হচ্ছে মহান আল্লাহ্‌ পাকের রাজি খুশির জন্য। তাই কোন হারাম পথে উপার্জনের টাকা দিয়ে কুরবানী করবেন না।

কুরবানীর গোস্ত পুরোটা ফ্রিজে রাখবেন না, তিন ভাগে ভাগ করে এক ভাগ গরীব দুঃখীদের দান করুন মনে রাখবেন এটা আমনি করুনা করে দিচ্ছেন না এটা তাঁদের প্রাপ্য  অধিকার। বাকী দুই ভাগ আপনি নিজের জন্য ১ ভাগ রাখবেন আর বাকী ১ ভাগ গরীব আত্মীয় স্বজনদের দিবেন।

আল্লাহ্‌ পাক আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন আমিন ।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

বগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ যুবক আটক রাজারহাটে খড়ের পিকআপে মিললো ৩৫কেজি গাঁজা,গ্রেফতার-১ নাট্য সমিতির সপ্তাহব্যাপী আয়োজনের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো সংগীতানুষ্ঠান ফরিদপুরে চোরাই গরুসহ দুই চোর আটক সাদ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ  পঞ্চগড় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহের কবলে ঠাকুরগাঁও সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশনারে সাথে মতবিনিময় সভা নবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ডোমারে ইপিল গাছ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করছে পঞ্চগড়ে আদালতে জনবল তোপের মুখে নিয়োগ পরীক্ষা স্থগিত নদীতে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার শেরপুরে  বিএনপির মনোভাব কি বদলাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চলতি ২০২৪-২৫ অর্থ বছরের পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ২৭%,কমেছে ভারত থেকে আদমদীঘিতে ইউপি সদস্যের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ, প্রশাসন নীরব তেঁতুলিয়ায় শীতবস্ত্র উপহার দিলেন আল খায়ের ফাউন্ডেশনের মালয়েশিয়ায় বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ঢাকা মহানগর পুলিশের ডিবির জ্যাকেট-আইডি কার্ড না দেখিয়ে আসামি ধরছে না বাংলাদেশে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? পঞ্চগড় তেঁতুলিয়ায় ৯ কোটি টাকার মাদকসহ যুবক আটক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি দেওয়া হবে-হামিদুর রহমান আযাদ ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-২ ফরিদপুরে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক কবিতঃ চির স্বরণীয় কবি নজরুল-লেখক সৈয়দ হারুনুর রশীদ ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গীতে শ্যালকের হাতে দুলাভাই খুন। পাকিস্তান থেকে আলু-পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল জাহাজ এসেছে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে
Translate Here »