আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে হামলা ও লুটপাটের ঘটনায় ২জন আহত হয়েছেন। আহতরা হলেন ব্যবসায়ী সাহাব উদ্দিন (৫৩) পিতা মৃত আমির আলী এবং মোশাররফ হোসেন পিতা সাবাজ আলী।
হামলা ও লুটপাটের ঘটনাটি গত ১৮ মার্চ দিবাগত রাত ৮ টায় তারবির নামাজের সময়। আহত সাহাব উদ্দিনের মালিকানাধীন বেতগঞ্জ বাজারের রাইছ মিল ও মসলা মিলের সামনে ঘটেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী সাহাব উদ্দিন বাদী হয়ে হামলাকারী পার্শ্ববর্তী দূর্লভপুর গ্রামের জমির মিয়ার পুত্র অপু (২১) প্রধান আসামি করে নামাংকিত ৯ জন ও অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিবরণে প্রকাশ পায়, হামলাকারীরা ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানের হামলা চালিয়ে মারধর করে প্রায় ২০ লক্ষ টাকার নগদ সহ মালামাল লুট করে নিয়ে যায় বলে আহত বাদী সাহাব উদ্দিন তাঁর অভিযোগে উল্লেখ করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।