উপমা,ফেসবুক থেকে সংগৃহীত: আমার মনে হয়… একটা মানুষ তিন বার তার জীবনে প্রেমে পড়ে, সে না চাইতেও তার জীবনে প্রেম আসে… প্রেমে পড়ার নিদিষ্ট কারণ হলো-
যেমন…প্রথমত- প্রথম প্রেম সবচেয়ে নিঃস্পাপ সে চাওয়া… এই প্রেমের চাওয়া গুলোর কোনো কারণ থাকে না, কিন্তু পড়ে যায়… আপনি যখন বৃদ্ধ হবেন তখন এই প্রেমের সমস্ত স্মৃতি গুলো আপনার মনে দোলা দিবে, তখন মনে হবে এটা প্রেম ছিল না!!
দ্বিতীয়ত- এই দ্বিতীয়বার প্রেমে পড়াটা অনেকটা শিক্ষা হয়ে আসে… আপনাকে বিশ্বাস ঘাতকতা, টক্সিকেন, যন্ত্রনা, নাটক, অপব্যবহার সমন্ধে শিক্ষা গুলো দিবে এই প্রেম… এটা কর্মা টাইপ রিলেশন বলতে পারেন, এই প্রেমে আপনার ভালো লাগা গুলো ধীরে ধীরে মন্দ লাগায় বদলে যাবে… এই প্রেমে আমরা সঠিক প্রেমের মূল্যায়ন বুঝতে শিখি, আমরা আমাদের মূল্যবোধ গুলোকে জানতে শিখি, আমরা ভালো খারাপের মধ্যে পার্থক্য বুঝি… আমরা কি চাই কিংবা কি চাইনা তাও জেনে যাই!!
তৃতীয়ত- এটা আসে হঠাৎ করেই আপনি না চাইতেও চলে আসে… আপনি বুঝতেই পারবেন না কখন তাকে ভালোবেসে ফেলেছেন, আপনি না চাইতেও তার প্রতি যত্নশীল হয়ে যান, তার কথার মুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলেন, সে আপনার ক্রাশ না ও হতে পারে কিন্তু তার চোখে প্রতিদিন হারিয়ে যান… তার সমস্ত ইমপারফেকশনে আপনি পারফেকশন খুঁজে পান, আপনি তার কাছে কোনো কিছুই গোপন করে পারেন না… আপনি তাকে নিয়ে আপনি আপনার বাকীটা জীবন কাটাতে আগ্রহী থাকেন এবং প্রতিনিয়ত ভাবতে থাকেন তিনি আপনার জীবনে আশির্বাদ হয়ে এসেছেন… তার জন্য এই বেঁচে থাকাটা সুন্দর মনে হয়!!☺