তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।
খানসাময় সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর মনোমুগ্ধকর কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সরকারের সভাপত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় স্কুল,কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ সকল বিভাগের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।