হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ ঢাকাস্থ দিনাজপুর জিলা স্কুল এ্যালেমনাই এ্যাসোশিয়েশনের একটি সম্মেলন ঢাকার ১৫/১ ইকবাল রোডস্থ মোহাম্মাদপুর প্রিপারেটরি স্কুল এ্যান্ড কলেজে ২১শে ডিসেম্বর ২০২৪ তারিখ শনিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দিনাজপুর জিলা স্কুলের সকল প্রাক্তন ছাত্রকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।
সম্মেলনের রেজিস্ট্রেশন ফি ন্যূনতম ২০০ টাকা, তবে সঙ্গতি অনুসারে যে-কোনো পরিমাণ চাঁদা প্রদান করতে পারবেন। সম্মেলনে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ফি সংগ্রহের জন্য সম্মেলনটির স্টিয়ারিং কমিটির নিম্নোক্ত ২ জন সদস্যকে দায়িত্ব প্রদান করা হয়েছেঃ
১. এড. মুক্তাদির আহমেদ – বিকাশ/নগদ নম্বরঃ ০১৯২৬৯২৩১২৪
২. মো. জাহিদুল ইসলাম – বিকাশ/নগদ নম্বরঃ ০১৯৪৭৮০৪৪০৫
এই সম্মেলনের মাধ্যমে ২০২৫ সালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গনে ১৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করা হবে। ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার বিকেল ৫ টার মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৫ টায় সঠিক সময়ে ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও দিনাজপুর জিলা স্কুলের সকল ব্যাচের প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি পরিচিত সকল ব্যাচের ছাত্রদেরকে জানিয়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হলো।
আগামী ১৬ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার ১৫/১ ইকবাল রোডস্থ মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠতিব্য সভার স্থানটি স্বশরীরে দেখে এটিকে সাজানো ও গোছানোর পরিকল্পনা প্রনয়ণ করা হবে। স্টিয়ারিং কমিটির সকল সদস্যসহ আগ্রহী প্রাক্তন ছাত্রদেরকে সে সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধে –
মো. আশফাক আহমেদ (০১৭১১৩৮৪৬৯৪), আহবায়ক,
মো. আতিয়ার রহমান (০১৭১৭৬৭৬৩৭৮),
সদস্য সচিব
১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি পরিষদ।
দিনাজপুর জিলা স্কুলের প্রাক্তন সকল ছাত্রের জ্ঞাতার্থেঃ
এড. এম এ মজিদ
(এসএসসি ১৯৬৮ ব্যাচ)
মোবা: ০১৭১২১৪১২৫৬