হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি: দূর্দান্ত প্রতাপশালী হিসাবরক্ষণ কর্মকর্তা মো,শেরিকুজ্জামান ও অডিটর মো,হান্নান ঘুষ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছিলো, ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসে যোগদান করার পর থেকে ঘুষ লেনদেনের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিলো যে,প্রত্যেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীর নিকট থেকে দুই থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিতো আর কাজে নিম্ন রেট ২০ হাজার টাকা।

এই কর্মকর্তার উপরে নাকি বড় হাত রয়েছে বলে নিজেকে মহাশক্তিধর মনে করতেন। তিনি হরিপুর উপজেলা যোগদান করার পরে ঘুষের লেনদেনে পারদর্শী একজন অডিটর মজিবর রহমানকে পেয়ে স্থানীয় দালালদের সঙ্গে মিশে রফাদফায় বেশ ভালোই চলছিলো। এখনো পঞ্চগড় তেতুলিয়ায় বসে, হরিপুর ঘুষ লেনদেনের রফাদফা মোবাইলে ওখানে বসেই করে আর এখনো চলমান রয়েছে। কখনো কখনো আওয়ামীলীগ এমপির ভাগিনা পরিচয় দিয়ে চলতো, এখন সরকার পতনের পর নিজেকে বিএনপির নেতা দাবি করে।

ইতঃপূর্বে (২২-৮-২০২৪) তারিখে মো,শেরিকুজ্জামান ও অডিটর মো, মজিবর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করে। এই কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেন, হরিপুর উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্স অবসরপ্রাপ্ত অফিস সহায়ক জোহরা খাতুনের ছেলে মো,জহিরুল ইসলাম, রংপুর বিভাগীয় হিসাবরক্ষন কর্মকর্তার বরাবরে ঘুষ লেনদেন অভিযোগ করেন। ঘুষের বিষয়ে অভিযোগে তদন্ত হলেও শেরিকুজ্জামান অজ্ঞাত কারণে এখনো বহালতবিয়ত আছেন আর অডিটর মজিবর রহমান কে বদলি করা হয়।

জোহরা খাতুনের এর ছেলে মো,জহিরুল ইসলাম দীর্ঘদিন উপায়ন্ত পেয়ে হরিপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতির নিকট ঘুষের লেনদেন এর বিষয়ে লিখিত অভিযোগ করেন। ইতঃপূর্বে হরিপুর হিসাবরক্ষণ অফিসে অবৈধ ঘুষ লেনদেনের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে, হরিপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহোদয় দূদক ঠাকুরগাঁও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধের,প্রেক্ষিতে জেলা দূর্নীতি কমিশনের একটি টিম প্রায়ই নজর রাখছিলো এই অফিসের উপর । হরিপুর উপজেলা ১নং গেদুরা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে নৈশ্যপ্রহরী মো,আবদুল হামিদ সদ্য অবসর জনিত ফাইল হিসাবরক্ষণ অফিসারের স্বাক্ষর প্রয়োজন হয়, এই স্বাক্ষর করার জন্য আঃ হামিদ এর নিকট ত্রিশ হাজার টাকা দাবি করিলে ২২ হাজার টাকা রফা হয়।

তক্ষুনি ১৭০০০ হাজার টাকা প্রদান করা হয় আর বাকি টাকা যখনই দিবে তখনই প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করে দিতে চায়। আঃ হামিদ ছোট পদে চাকুরি করার কারণে তেমন কোন টাকা নেই। সমূদয় টাকা না দেওয়ার কারনে কাগজ স্বাক্ষর প্রদানে টালবাহানা শুরু করে। আবদুল হামিদ (১৭-৩-২০২৫) তারিখে বাকি টাকা দিতে গেলে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে দূূদক টিমের জালে ধরা পরে মো,শেরিকুজ্জামান ও অডিটর মো,আঃ হান্নান। এই ঘুষখোর কর্মকর্তা বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ। এমন কোন লোক নেই যে ঘুষ ছাড়া কাজ করেছে।

ফেসবুক মন্তব্য


মতামত জানান :

 
 
 

শিরোনাম :

হরিপুর হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর ঘুষ গ্রহণের সময় হাতেনাতে দুদক আটক করেছে সান্তাহারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কবিতা: মাহে রমজান-কার্ত্তিক চন্দ্র রায় (টি.এস.আই) ভূরুঙ্গামারীতে সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন  নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে তেঁতুলিয়ায় কর্মসূচি পালিত  হরিপুর রাতের আধারে ঘোড়া জবাই গরু মাংস বলে চালিয়ে অভিযোগ সম্পাদকীয়ঃ জাকাত গরীবের করুণা না হোক? লক্ষ্মীপুরে যুবদল নেতা চাঁদা না পেয়ে কাজ বন্ধ রাখতে শ্রমিকদের পেটালো ভারতে হিন্দু হয়েও ২০০ বছর ধরে মন্দিরে পুজো দিতে দেওয়া হত না কানাডার প্রধান মন্ত্রী হলেন মার্ক কার্নি, শুরুতেই ট্রাম্পের কড়া সমালোচনা সুনামগঞ্জ ২৮ বিজিবি বাংলাবাজার থেকে ভারতীয় গরু আটক করেছে রাতের আধারে জমির ফসল তুলে ফেলেছে দুর্বৃত্তরা হরিপুরে ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের দুই লক্ষ টাকা অর্থ দন্ড যুক্তরাষ্ট্রে বরখাস্ত কর্মীদের পুনর্বহালের নির্দেশ আদালতের ডোমারে নারীর প্রতি ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন রোজায় বেড়ে যাওয়া মাছ-গোস্তের দাম আগের দামে ফিরেছে আমেরিকার মিশিগানে চার্চ পরিণত হলো মসজিদে ঠাকুরগাঁওয়ে ১৯৭১ সেই সব দিন চলচিত্র প্রদর্শনী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত আদমদীঘিতে হেরোইনসহ বাসযাত্রী গ্রেপ্তার ঠিকাদার নিয়োগে কালক্ষেপনে সরু রাস্তায় ঘটছে মৃত্যু কবিতাঃ শূন্যে লেখা প্রেমের শপথ ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ডোমারে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত এবারের রমজান ২৯ নাকি ৩০ দিনের, জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ মানুষের আত্মহত্যা প্রবণতা বাড়ছে, প্রতিরোধে করণীয় কী? আদমদীঘিতে ডেভিল হান্টের ভয় দেখিয়ে টাকা দাবী, ওসির অপসারণ চেয়ে অভিযোগ ঠাকুরগাঁও হরিপুরে আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা শুল্ক ইস্যুতে দফায় দফায় ভারতের কঠোর সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ফলন ভালো হওয়ায় আমাদের খুশি হওয়ার কথা ছিল,অথচ এখন আহাজারি করতে হচ্ছে
Translate Here »